‘ইসরাইলকে ছাড়াই বন্দি মুক্তির জন্য হামাসের সাথে চুক্তি করুন’ 
https://parstoday.ir/bn/news/event-i141358-ইসরাইলকে_ছাড়াই_বন্দি_মুক্তির_জন্য_হামাসের_সাথে_চুক্তি_করুন’
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বন্দি লোকজনের পরিবারের সদস্যরা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন- তিনি যেন ইসরাইলকে বাদ দিয়েই ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে বন্দিদের মুক্তির জন্য চুক্তি করেন। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০৬, ২০২৪ ১৪:৩৯ Asia/Dhaka
  • ‘ইসরাইলকে ছাড়াই বন্দি মুক্তির জন্য হামাসের সাথে চুক্তি করুন’ 

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বন্দি লোকজনের পরিবারের সদস্যরা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন- তিনি যেন ইসরাইলকে বাদ দিয়েই ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে বন্দিদের মুক্তির জন্য চুক্তি করেন। 

সম্প্রতি মার্কিন কর্মকর্তাদের সাথে দেশটির বন্দি নাগরিকদের পরিবারগুলোর বৈঠক থেকে এই আহ্বান জানানো হয়। তারা পরিষ্কার করে বলেছেন, প্রশাসনকে এখন এমনভাবে চুক্তি করার চিন্তা করতে হবে যেখানে ইসরাইল অন্তর্ভুক্ত থাকবে না। 

গাজায় বন্দি নাগরিকদের পরিবারগুলো এবং মার্কিন প্রশাসনের কোনো কোনো কর্মকর্তা বিশ্বাস করতে শুরু করেছেন যে, নেতানিয়াহু হামাসের সাথে বন্দী মুক্তির বিষয়ে কোনো চুক্তি করবেন না। 

ওই বৈঠকের সাথে ঘনিষ্ঠ একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, হামাসের সাথে একতরফা চুক্তির সম্ভাবনা কম তবে হামাসের হাতে থাকা বন্দিদের একটি তালিকা মার্কিন প্রশাসন তৈরি করেছে। এ ধরনের চুক্তি হলে তাতে হামাস লাভবান হবে বলে ওই কর্মকর্তা মন্তব্য করেন। 

বলা হচ্ছে, গজায় যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ হলে হামাসের সাথে একতরফা চুক্তির মাধ্যমে মার্কিন নাগরিকদের মুক্ত করার সম্ভাবনা নিয়ে বাইডেন প্রশাসন আলোচনা করেছে। বর্তমানে হামাসের হাতে আমেরিকার চারজন নাগরিক বন্দি রয়েছে। এছাড়া, এর আগে হামাসের হাতে বন্দি থাকা অবস্থায় যে তিনজন মার্কিন নাগরিক মারা গেছে তাদের মৃতদেহ ফেরত নেয়ার চেষ্টা করছে ওয়াশিংটন। 

গত ৭ অক্টোবর ইসরাইলের ভেতরে অভিযানের সময় হামাস ২৫১ জনকে বন্দী করে গাজায় নিয়ে যায় যাদের মধ্যে এখনো ৯৭ জন সেখানে বন্দি রয়েছে। এছাড়া ইসরাইলি বিমান হামলায় নিহত ৩৩ জনের লাশও সেখানে রয়েছে।  

এ অবস্থায় চলতি সপ্তাহের প্রথম দিকে প্রেসিডেন্ট জো বাইডেন অভিযোগ করেছিলেন যে, ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করার জন্য যথাযথ ভূমিকা নিচ্ছেন না।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/৬