গাজার শিশুদের মারাত্মক অপুষ্টি সম্পর্কে ইউনিসেফের হুশিয়ারি
https://parstoday.ir/bn/news/event-i141372
পার্সটুডে-জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের একজন কর্মকর্তা হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন: গাজার ৫০ হাজারেরও বেশি শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
সেপ্টেম্বর ০৬, ২০২৪ ১৬:৫৫ Asia/Dhaka
  • গাজার শিশুদের মারাত্মক অপুষ্টি সম্পর্কে ইউনিসেফের হুশিয়ারি

পার্সটুডে-জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের একজন কর্মকর্তা হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন: গাজার ৫০ হাজারেরও বেশি শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু ঘোষণা করেছে, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের ক্রমাগত আগ্রাসন এবং ওই অঞ্চলে খাদ্য প্রবেশে নিষেধাজ্ঞার কারণে হাজার হাজার শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে।

ফার্স বার্তা সংস্থা আরও জানায়, বৃহস্পতিবার রাতে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ-এর পুষ্টি বিভাগের পরিচালক অ্যান্টনি লেক গাজা পরিস্থিতিকে বিপর্যয় অতিক্রমি বলে মন্তব্য করেছেন। তিনি গুরুত্বারোপ করে বলেছেন: গাজার যুদ্ধ অব্যাহত থাকায় এবং মানবিক সহায়তা সীমিত করার কারণে ওই উপত্যকায় খাদ্য ও চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিকও গাজার বিপর্যয়কর মানবিক পরিস্থিতি সম্পর্কে সতর্ক করেছেন। তিনি বলেছেন: গাজা উপত্যকার দক্ষিণ ও কেন্দ্রের ১০ লাখেরও বেশি মানুষ আগস্ট থেকে খাদ্যের রেশন পায় নি।

গাজায় প্রবেশের একমাত্র পথ রাফাহ ক্রসিং অবরোধ ও দখল করে রাখায় গাজার ২০ লাখেরও বেশি অধিবাসীর জন্য খাদ্য ও ওষুধ সরবরাহ করা দুরূহ হয়ে দাঁড়িয়েছে। এমনকি এই বিশাল জনগোষ্ঠি খাবার পানিও ঠেকমতো পাচ্ছে না।

গাজা উপত্যকায় ইহুদিবাদী হামলা এমন সময় অব্যাহত রয়েছে যখন এ অঞ্চলে শহীদের সংখ্যা ৪০ হাজার ৮৬১ জনে পৌঁছেছে। ৭ অক্টোবর, ২০২৩ সাল থেকে চলমান ওই আগ্রাসনে আহতের সংখ্যা ৯৪ হাজার ৩৯৮ জনে পৌঁছেছে।#

পার্সটুডে/এনএম/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।