পুতিনের বক্তব্য নিয়ে যেকোনো কিছু ভাবার অধিকার সবার রয়েছে: পেসকভ
(last modified Sat, 07 Sep 2024 04:00:13 GMT )
সেপ্টেম্বর ০৭, ২০২৪ ১০:০০ Asia/Dhaka
  • পেসকভ
    পেসকভ

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পছন্দের প্রার্থী সম্পর্কে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে বক্তব্য দিয়েছেন সে সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেছেন, পুতিনের বক্তব্য নিয়ে যেকোনো কিছু ভাবার অধিকার সবার রয়েছে।

রুশ প্রেসিডেন্ট বৃহস্পতিবার ভ্লাদিভোস্তক শহরে এক লাইভ টক-শো অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের প্রতি সমর্থন জানিয়ে যে বক্তব্য দিয়েছেন সে সম্পর্কে মন্তব্য করতে গিয়ে পেসকভ শুক্রবার একথা বলেন।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে পুতিন বলেছিলেন, “জো বাইডেনের সিদ্ধান্তকে আমি সমর্থন করি। তার উত্তরসূরি হিসেবে আমার সমর্থন ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের দিকে থাকবে। তার হাসি খুব সুন্দর। এই হাসি সকলের মধ্যে ছড়িয়ে পড়ে। কমলার হাসিই বুঝিয়ে দেয় যে তার জন্য সবকিছু ভালোই হবে।” পুতিন আরো বলেন, “কমলা হ্যারিসের ইতিবাচক মনোভাব রয়েছে। যার অর্থ, তিনি হয়তো রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা থেকে বিরত থাকবেন। তবে শেষ সিদ্ধান্ত মার্কিন জনগণের হাতেই। তারাই রায় দেবেন।”

এ সম্পর্কে পেসকভ বলেন, রুশ প্রেসিডেন্টের বক্তব্যের প্রধান এজেন্ডা মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ছিল না। তবে তাকে আন্তর্জাতিক বিষয়াদি নিয়ে প্রশ্ন করা হলে তিনি ওই উত্তর দিয়েছেন।  ক্রেমলিনের মুখপাত্র বলেন, তবে পুতিনের বক্তব্য নিয়ে যে যা ভাবে ভাবুক। তাদেরকে নিবৃত্ত করার কোনো ইচ্ছে মস্কোর নেই।

রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করছে বলে নিয়মিত অভিযোগ করে আসছে ওয়াশিংটন। তবে মস্কো বরাবরই এ ধরনের অভিযোগ অস্বীকার করে এসেছে।

পুতিনের বৃহস্পতিবারের বক্তব্য সম্পর্কে হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কারবি বলেছেন, পুতিনকে আমাদের নির্বাচন নিয়ে কথা বলা বন্ধ করতে হবে।

অন্যদিকে কমলা হ্যারিসকে সমর্থন করে রুশ প্রেসিডেন্ট পুতিন যে বক্তব্য দিয়েছেন সে সম্পর্কে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেন, পুতিনের বক্তব্যে তাকে অপমান করা হয়েছে নাকি এ বক্তব্যকে তিনি নিজের প্রতি সমর্থন হিসেবে নেবেন তা এখনও বুঝে উঠতে পারছেন না।#

পার্সটুডে/এমএমআই/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

 

ট্যাগ