এইওআই প্রধানের মন্তব্য
ইরানের পরমাণু শিল্প ক্ষমতার শক্তিকে ভয় করে বলদর্পী শক্তিগুলো
ইসলামী প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআই’র প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, ইরানের পরমাণু শিল্প ক্ষমতার শক্তিকে ভয় করে বলদর্পী শক্তিগুলো।
উত্তর ইরানের মাজান্দারান প্রদেশে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। মোহাম্মদ ইসলামি বলেন, "সাম্রাজ্যবাদী ব্যবস্থার পুরোভাগে রয়েছে হুমকির নীতি এবং আক্রমণাত্মক মনোভাবকে সমর্থন করা।"
ইরানের ওপর আরোপ করা পশ্চিমা নিষেধাজ্ঞাগুলোকে "সাধারণ হাতিয়ার" হিসেবে বর্ণনা করে তিনি বলেন, বৈশ্বিক সাম্রাজ্যবাদী শক্তি স্বাধীন দেশগুলোকে বশ্যতা স্বীকারে বাধ্য করার জন্য এসব নিষেধাজ্ঞাকে ব্যবহার করে। তারা মূলত একটি জাতিকে পঙ্গু করে দিতে এসব নিষেধাজ্ঞাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। এসব নিষেধাজ্ঞা স্বাধীন জাতিগুলোকে নতজানু ও অক্ষম করতে পারে যার মাধ্যমে তারা আপাত বিজয় অর্জন করে থাকে।"
আমেরিকা ও তার মিত্ররা গত ৪৫ বছর ধরে ইরানকে সবচেয়ে বিস্তৃত নিষেধাজ্ঞার আওতায় এনেছে। তারা অভিযোগ করেছে যে, তেহরান তার পরমাণু কর্মসূচিকে সামরিক উদ্দেশ্যে পরিচালিত করছে। তবে ইরান সবসময এই অভিযোগ প্রত্যাখ্যান করে এসেছে। ইরান বলেছে, নৈতিক ও ধর্মীয় কারণেই পারমাণবিক অস্ত্র অর্জন করবে না তেহরান।#
পার্সটুডে/এসআইবি/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।