কেন ইউক্রেনকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিচ্ছে না পেন্টাগন?
https://parstoday.ir/bn/news/event-i141402-কেন_ইউক্রেনকে_দীর্ঘ_পাল্লার_ক্ষেপণাস্ত্র_ব্যবহারের_অনুমতি_দিচ্ছে_না_পেন্টাগন
মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাব্রিনা সিং বলেছেন, ওয়াশিংটন রাশিয়ার গভীরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর অনুমতি দিলেও ইউক্রেন সম্ভবত মার্কিন সরবরাহকৃত এটিএসিএমএস ক্ষেপণাস্ত্রের যথোপযুক্ত ব্যবহার করতে পারবে না। তিনি বলেন, আমেরিকা যেসব ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে তার পাল্লার বাইরে রাশিয়ার বেশিরভাগ সামরিক লক্ষ্যবস্তু।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০৭, ২০২৪ ১১:৪১ Asia/Dhaka
  • কেন ইউক্রেনকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিচ্ছে না পেন্টাগন?

মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাব্রিনা সিং বলেছেন, ওয়াশিংটন রাশিয়ার গভীরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর অনুমতি দিলেও ইউক্রেন সম্ভবত মার্কিন সরবরাহকৃত এটিএসিএমএস ক্ষেপণাস্ত্রের যথোপযুক্ত ব্যবহার করতে পারবে না। তিনি বলেন, আমেরিকা যেসব ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে তার পাল্লার বাইরে রাশিয়ার বেশিরভাগ সামরিক লক্ষ্যবস্তু।

আমেরিকা ইউক্রেনকে এখন পর্যন্ত তার অস্ত্র ব্যবহারের অনুমোদন দিয়েছে শুধুমাত্র আন্তঃসীমান্ত আক্রমণ থেকে রক্ষা করার জন্য; রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলার জন্য নয়। কিন্তু সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিয়েভ রাশিয়ার গভীরে হামলার অনুমতি নিশ্চিত করার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে। 

এ সম্পর্কে প্রেস ব্রিফিংয়ে সাব্রিনা সিং মার্কিন গোয়েন্দাদের উদ্ধৃতি দিয়ে বলেন, "ইউক্রেনের বিরুদ্ধে গ্লাইড বোমা এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপকারী রাশিয়ার বিমানগুলোর শতকরা ৯০ ভাগ ইউক্রেন নিয়ন্ত্রিত অঞ্চল থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত বিমানঘাঁটিতে থাকে। এর অর্থ হলো- ওই বিমানঘাঁটিগুলো এটিএসিএমএস ক্ষেপণাস্ত্রের পাল্লার বাইরে।

তিনি আরো বলেন, এই ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালালে রাশিয়ার ওপর খুব কম প্রভাব পড়বে এবং কৌশলগত মূল্য তেমন একটা থাকবে না। এর বিপরীতে রাশিয়া তার গ্লাইড বোমা ব্যবহার অব্যাহত রাখবে।#

পার্সটুডে/এসআইবি/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।