আরজি কর ধর্ষণ ও খুনের ঘটনায় বিচারের দাবিতে চিকিৎসকদের মহামিছিল
https://parstoday.ir/bn/news/event-i141442-আরজি_কর_ধর্ষণ_ও_খুনের_ঘটনায়_বিচারের_দাবিতে_চিকিৎসকদের_মহামিছিল
ভারতের আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের বিচারের দাবিতে মহামিছিল করেছেন চিকিৎসকরা।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০৮, ২০২৪ ১৮:১৫ Asia/Dhaka
  • আরজি কর ধর্ষণ ও খুনের ঘটনায় বিচারের দাবিতে চিকিৎসকদের মহামিছিল

ভারতের আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের বিচারের দাবিতে মহামিছিল করেছেন চিকিৎসকরা।

আজ রোববার এনআরএস মেডিক্যাল কলেজ থেকে ওই ‘মহামিছিল’ শুরু হয়ে ধর্মতলায় গিয়ে শেষ হয়েছে। আজকের মহামিছিলে নির্যাতিতার বাবা-মাও ছিলেন। তাদের এক দাবি, আর সেটি হচ্ছে দ্রুত বিচার।

আগামী ৯ সেপ্টেম্বর সোমবার সুপ্রিমকোর্টে আরজি করের ধর্ষণ ও খুনের ঘটনার মামলার শুনানির কথা রয়েছে। ‘উই ওয়ান্ট জাস্টিস’ (আমরা বিচার চাই) লেখা কালো বেলুন উড়িয়ে আন্দোলনকারীরা বলেন, ‘একটাই দাবি আমাদের। বিচার চাই। আমরা আশাহত হয়েছি, আমাদের আশা পূরণ করতে পারে শীর্ষ আদালতই।’’

উল্লেখ্য, আরজি কর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার এক মাস হতে চলেছে। ৯ অগস্টের ওই ঘটনার তদন্ত করছে সিবিআই। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের তদন্তে এখনও আশার কিছু দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছে চিকিৎসকদের একাংশ।

গত ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে সংশ্লিষ্ট মামলার শুনানি হওয়ার কথা ছিল। যদিও প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের অসুস্থতার জন্য শুনানির দিন পিছিয়ে যায়।

‘জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস্ ওয়েস্ট বেঙ্গল’-এর পক্ষ থেকে ধর্ষণ ও খুনের ঘটনার বিচারের দাবিতে আজকের মিছিলে সিনিয়র চিকিৎসকসহ রাজ্যের সবস্তরের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও মেডিক্যাল শিক্ষার্থীরা যোগ দিয়েছে। এ ছাড়াও স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, বিভিন্ন সংগঠনের সদস্যরাও বিচারের দাবিতে পৃথক পৃথক মিছিল নিয়ে রাজপথ প্রদক্ষিণ করে।#

পার্সটুডে/জিএআর/৮