প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করলেন নৌবাহিনী প্রধান
ইরান যেকোনো আগ্রাসন প্রতিহত করতে সক্ষম: কমান্ডার
ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, সামরিক দিক দিয়ে তার দেশ এতটা শক্তিশালী অবস্থানে পৌঁছেছে যে, তার পক্ষে যেকোনো ধরনের আগ্রাসন প্রতিহত করা সম্ভব।
তেহরান প্রদেশে অবস্থিত ইরানের সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। অ্যাডমিরাল ইরানি বলেন, “বর্তমানে আমাদের শক্তি ও ইসলামি শাসনব্যবস্থার সম্মান অন্য কোনো সময়ের সঙ্গেই তুলনাযোগ্য নয়।”
তিনি বলেন, “সশস্ত্র বাহিনীর পৃষ্ঠপোষকতায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের পবিত্র শাসনব্যবস্থা এখন পারস্য উপসাগরে যেকোনো আঞ্চলিক বা বহিঃশক্তিকে প্রতিহত করতে ভয় পায় না।”
ইরানের নৌবাহিনীর কমান্ডার আরো বলেন, ইসলামি বিপ্লব বিজয়ের পর থেকে এদেশের সশস্ত্র বাহিনী দেশের প্রতিটি প্রয়োজনে প্রতিটি ক্ষেত্রে কার্যকর ও সময়নিষ্ঠ উপস্থিতি নিশ্চিত করেছে।
রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেন, ইসলামি বিপ্লবের আগে যেখানে নৌবাহিনীর তৎপরতা পারস্য উপসাগরে সীমাবদ্ধ ছিল সেখানে এই বাহিনী এখন এতটা ‘উল্লেখযোগ্য সাফল্য’ অর্জন করেছে যে, আন্তর্জাতিক পানিসীমার যেকোনো জায়গায় নিজের উপস্থিতি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে।
উত্তর ইরানে আরেকটি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে গিয়ে নৌবাহিনীর কমান্ডার বলেন, ইরানের শত্রুরা প্রতিদিন তাদের সামরিক সরঞ্জামের আধুনিকায়ন করছে। এ কারণে তিনি শত্রুর সঙ্গে পাল্লা দিয়ে নিজেদের সমরাস্ত্র ও সামরিক সরঞ্জামগুলো আধুনিকায়নের ওপর গুরুত্ব আরোপ করেন।#
পার্সটুডে/এমএমআই/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।