২ মাস পর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
জাপান সাগরে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া
কোরীয় উপদ্বীপের পূর্বে জাপান সাগরে বেশ কয়েকটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং-উন শত্রুর বিরুদ্ধে সম্ভাব্য পারমাণবিক যুদ্ধের জন্য জাতিকে পূর্ণ প্রস্তুতি নেয়ার আহ্বান জানানোর কয়েক দিনের মধ্যে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলো।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ আজ (বৃহস্পতিবার) জানিয়েছে, তারা পিয়ংইয়ং থেকে নিক্ষিপ্ত কয়েকটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছেন যেগুলো প্রায় ৩৬০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কোরীয় উপদ্বীপ ও জাপানের মধ্যবর্তী স্থানে পড়েছে।
রিপোর্টে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়া এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে এবং বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানকে জানিয়েছে। সিউল বলেছে, উত্তর কোরিয়ার পক্ষ থেকে আরো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হতে পারে বলে তারা মনে করছেন।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও উত্তর কোরিয়া থেকে অন্তত একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছে।
প্রায় দুই মাস বন্ধ থাকার পর উত্তর কোরিয়া বৃহস্পতিবার নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল। এর আগে গত ১ জুলাই দেশটি হুয়াসং-১১ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল। ক্ষেপণাস্ত্রটি ৪.৫ টন ওজনের বিশালকার ওয়ারহেড বহনে সক্ষম বলে দাবি করা হয়েছে। #
পার্সটুডে/এমএমআই/এমএআর/১২