জার্মানি আরো একটি ইসলামিক সেন্টারের কার্যক্রম নিষিদ্ধ করেছে
(last modified Thu, 12 Sep 2024 13:03:55 GMT )
সেপ্টেম্বর ১২, ২০২৪ ১৯:০৩ Asia/Dhaka
  • জার্মানি আরো একটি ইসলামিক সেন্টারের কার্যক্রম নিষিদ্ধ করেছে

জার্মান সরকার ব্র্যান্ডেনবার্গ রাজ্যের একটি ইসলামিক কেন্দ্রের কার্যকলাপ নিষিদ্ধ করেছে। ইহুদিবাদী ইসরাইলের সমর্থনে জার্মান সরকার ওই পক্ষপাতমূলক পদক্ষেপটি গ্রহণ করে।

ফার্স বার্তা সংস্থা জানিয়েছে, জার্মান কর্তৃপক্ষ সাম্প্রতিক মাসগুলোতে সেদেশের ইসলামি কেন্দ্রগুলির বিরুদ্ধে ব্যবস্থা জোরদার করেছে। তারা আজ জানিয়েছে, প্রতিরোধ সংগঠন হামাস এবং মুসলিম ব্রাদার হুডের সাথে সংশ্লিষ্টতার কারণে ব্র্যান্ডেনবার্গের ইসলামি কেন্দ্র আস-সালাম-এর কার্যক্রম স্থগিত করা হয়েছে।

ব্র্যান্ডেনবার্গ রাজ্যের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ফেডারেল পুলিশ আজ সকালে ব্রান্ডেনবার্গ এবং বার্লিনের ইসলামিক কেন্দ্র আল-সালাম-এর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান এবং তাদের সদস্যদের বাড়িতে তল্লাশি চালায়।

এদিকে, জার্মানির হামবুর্গ ইসলামিক সেন্টারের প্রধান মোহাম্মাদ হাদি মিফতাহকেও সেদেশ থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি গতরাতে জার্মানি ত্যাগ করেছেন।#

পার্সটুডে/এনএম/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ