প্রবেশ নিষেধ: মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞার পরিধি বাড়ছে; নিশানায় বহু দেশ
https://parstoday.ir/bn/news/world-i154788-প্রবেশ_নিষেধ_মার্কিন_ভ্রমণ_নিষেধাজ্ঞার_পরিধি_বাড়ছে_নিশানায়_বহু_দেশ
পার্সটুডে- যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞায় থাকা দেশগুলোর তালিকা বড় করছে ট্রাম্প প্রশাসন। নতুন তালিকায় নিষেধাজ্ঞা পাওয়া দেশের সংখ্যা ৩০টির বেশি করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম। বৃহস্পতিবার সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি।
(last modified 2025-12-06T14:54:58+00:00 )
ডিসেম্বর ০৬, ২০২৫ ১৯:৪৫ Asia/Dhaka
  • ট্রাম্প
    ট্রাম্প

পার্সটুডে- যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞায় থাকা দেশগুলোর তালিকা বড় করছে ট্রাম্প প্রশাসন। নতুন তালিকায় নিষেধাজ্ঞা পাওয়া দেশের সংখ্যা ৩০টির বেশি করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম। বৃহস্পতিবার সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি।

আলাপচারিতার সময় নোমকে প্রশ্ন করা হয়—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভ্রমণ নিষেধাজ্ঞা পাওয়া দেশের সংখ্যা বাড়িয়ে ৩২টি করবে কি না? জবাবে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় এই কর্মকর্তা বলেন, ‘আমি সুনির্দিষ্টভাবে কোনো সংখ্যা বলব না। তবে নিষেধাজ্ঞায় থাকা দেশের সংখ্যা ৩০টির বেশি হবে। আর প্রেসিডেন্ট এখনো দেশগুলো যাচাই–বাছাই করে দেখছেন।’

নোমের বক্তব্য অনুযায়ী, এই নিষেধাজ্ঞা শুধু অভিবাসীদের নয়, এমনকি পর্যটক, ছাত্র এবং ব্যবসায়ীসহ সকল প্রকার ভ্রমণকারীকেও প্রভাবিত করবে। এমন দেশগুলোকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা হবে, যেগুলো তাদের নাগরিকদের সম্পর্কে সঠিক তথ্য প্রদান করতে সক্ষম নয় অথবা যেসব দেশ রাজনৈতিক অস্থিরতার মধ্যে রয়েছে।

এর আগে বলা হয়েছিল, ট্রাম্প প্রশাসন ৩৬টি দেশের নাগরিকদের নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করার কথা বিবেচনা করছে। ২০২৫ সালের নভেম্বরে ওয়াশিংটনে জাতীয় গার্ড বাহিনীর দুই সদস্যের ওপর হামলার পর ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তিনি অভিবাসন নীতিমালা আরও কঠোর করবেন এবং তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে অভিবাসন চিরতরে বন্ধ করবেন।#

পার্সটুডে/এসএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।