প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তার সাক্ষাৎ
https://parstoday.ir/bn/news/event-i141608-প্রেসিডেন্ট_পুতিনের_সঙ্গে_ইরানের_সর্বোচ্চ_নিরাপত্তা_কর্মকর্তার_সাক্ষাৎ
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের সঙ্গে তার দেশের ‘কৌশলগত’ সম্পর্কের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে দ্রুতগতিতে দু’টি প্রতিবেশী দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নতি হয়েছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
সেপ্টেম্বর ১৪, ২০২৪ ০৯:৫০ Asia/Dhaka
  • ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী আকবার আহমাদিয়ানের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
    ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী আকবার আহমাদিয়ানের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের সঙ্গে তার দেশের ‘কৌশলগত’ সম্পর্কের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে দ্রুতগতিতে দু’টি প্রতিবেশী দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নতি হয়েছে।

রাশিয়ার বন্দরনগরী সেন্ট পিটার্সবার্গে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী আকবার আহমাদিয়ানের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। ব্রিকসভুক্ত দেশগুলোর সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তাদের সম্মেলনের অবকাশে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

রুশ প্রেসিডেন্ট ইরানের সঙ্গে তার দেশের সম্পর্কের নাটকীয় উন্নতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন।

পুতিন বলেন, আগামী ২২ থেকে ২৪ অক্টোবর রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কাজান শহরে ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। তিনি আসন্ন ওই সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে মন্তব্য করেন।  তেহরান ও মস্কোর মধ্যে একটি ব্যাপকভিত্তিক সহযোগিতা চুক্তি সই করতে প্রেসিডেন্ট পেজেশকিয়ান আলাদা সফরে রাশিয়া যাবেন বলে রুশ প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন।

বৈঠকে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বাধীন ইরানের নয়া প্রশাসন রাশিয়ার সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার কাজ চালিয়ে যাবে।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/১৪