কৌশলগত সম্পর্ক ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে নিরাপত্তা কর্মকর্তাদের আলোচনা
https://parstoday.ir/bn/news/event-i141614-কৌশলগত_সম্পর্ক_ও_আন্তর্জাতিক_সহযোগিতা_নিয়ে_নিরাপত্তা_কর্মকর্তাদের_আলোচনা
ইসলামী প্রজাতন্ত্র ইরান ও বেলারুশের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা আন্তর্জাতিক দৃশ্যপটে কৌশলগত সম্পর্ক ও সহযোগিতা উন্নয়নের উপায় নিয়ে আলোচনা করেছেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
সেপ্টেম্বর ১৪, ২০২৪ ১২:৪৮ Asia/Dhaka
  • আলী আকবর আহমাদিয়ান ও আলেকজান্ডার ভলফোভিচ
    আলী আকবর আহমাদিয়ান ও আলেকজান্ডার ভলফোভিচ

ইসলামী প্রজাতন্ত্র ইরান ও বেলারুশের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা আন্তর্জাতিক দৃশ্যপটে কৌশলগত সম্পর্ক ও সহযোগিতা উন্নয়নের উপায় নিয়ে আলোচনা করেছেন।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী আকবর আহমাদিয়ান গতকাল (শুক্রবার) রাজধানী মিনস্কে বেলারুশের নিরাপত্তা পরিষদের সহকারী সচিব আলেকজান্ডার ভলফোভিচের সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠকে আহমাদিয়ান বলেন, বিশ্ব ব্যবস্থায় বহুপাক্ষিকতাকে ফিরিয়ে আনার বিষয়ে তেহরান এবং মিনস্কের একটি অভিন্ন অবস্থান রয়েছে। বৈঠকে তিনি দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। 

আহমাদিয়ান বলেন, ব্রিকস, সাংহাই সহযোগিতা সংস্থা এবং অনুরূপ কাঠামো হলো একটি নতুন বিশ্ব ব্যবস্থার ভোর। নিশ্চিত থাকুন, আমরা অতীতে ফিরে যাব না।"

তিনি পশ্চিমাদের একতরফা নীতির বিরুদ্ধে স্বাধীন দেশগুলোর মধ্যে সহযোগিতা প্রতিষ্ঠার ওপর জোর দেন। আহমাদিয়ান বলেন, সন্ত্রাসবাদ, নিষেধাজ্ঞা এবং উত্তেজনা ছড়ানোকে আমেরিকা এবং তার মিত্ররা প্রতিদিন বিরোধী মতের দেশগুলোর বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। তারা এক সময় মানবাধিকার, বৈশ্বিক বাণিজ্য, শান্তি প্রতিষ্ঠাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করত।#

 পার্সটুডে/এসআইবি/এমএআর/১৪