সীমান্তে হামলা
অপরাধীদের কঠোর শাস্তির প্রতিশ্রুতি দিলেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী
-
ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ বলেছেন, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশে যারা সন্ত্রাসী হামলা চালিয়েছে তাদেরকে "কঠোরভাবে" মোকাবেলা করা হবে।
বৃহস্পতিবার মিরজাভেহ শহরের একটি গ্যাস স্টেশনে জ্বালানি নেয়ার সময় বেশ কয়েকজন সন্ত্রাসীর গুলিতে একজন অফিসার এবং দুইজন সৈনিকসহ তিন ইরানি সীমান্তরক্ষী শহীদ হন। পরদিন এক বিবৃতিতে কথিত জয়শুল আদল সন্ত্রাসী গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করে। জয়শুল আদল সন্ত্রাসী গোষ্ঠীকে ইরানে জয়শুল জুলুম বলা হয়।
গতকাল (শুক্রবার) এক শোক বার্তায় নাসিরজাদেহ বলেন, মিরজাভেহ সীমান্ত এলাকায় দেশকে রক্ষাকারী উদ্যমী ও সাহসী সেনাদের মর্মান্তিক শাহাদাত আবারো জাতিকে গভীর শোক ও দুঃখ ভারাক্রান্ত করেছে।
তিনি বলেন, "আধিপত্যবাদী শক্তি এবং ইহুদিবাদের অপরাধমূলক হাত আবারো কাপুরুষ তাকফিরি গোষ্ঠী এবং বিশ্বাসঘাতক সন্ত্রাসীর আস্তিন থেকে বেরিয়ে এসেছে।"
শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নাসিরজাদেহ জোর দিয়ে বলেন, ইরান "কোনো নমনীয়তা বা আপোস ছাড়াই অপরাধী ও দায়ীদেরকে কঠোর শাস্তির আওতায় আনবে।"#
পার্সটুডে/এসআইবি/এমএআর/১৪