বাংলাদেশের সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে ৫ দিনের রিমান্ডে
(last modified Sun, 15 Sep 2024 10:54:20 GMT )
সেপ্টেম্বর ১৫, ২০২৪ ১৬:৫৪ Asia/Dhaka
  • বাংলাদেশের সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে ৫ দিনের রিমান্ডে

বাংলাদেশের সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার শ্যামলীর রিং রোড এলাকায় পোশাকশ্রমিক রুবেল নিহতের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজ (রোববার) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সানাউল্লাহ এ আদেশ দেন। এর আগে আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

শনিবার দিবাগত রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে র‌্যাবের একটি দল ফরহাদ হোসেনকে আটক করে আদাবর থানায় হস্তান্তর করে।

গত ২২ আগস্ট নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৪৭ জনের বিরুদ্ধে আদাবর থানায় হত্যামামলা করেন।

মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, নির্দেশনা অনুযায়ী আসামিদের কেউ কেউ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ৫ আগস্ট আদাবর এলাকার রিং রোডে রুবেলসহ আন্দোলনরত শত শত শিক্ষার্থীর ওপর হামলায় অংশ নেয়।

এতে বলা হয়, ওইদিন গুলিবিদ্ধ হয়ে গুরুতর অবস্থায় রুবেলকে হাসপাতালে ভর্তি করা হয়। এর দুইদিন পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।#

পার্সটুডে/জিএআর/১৫

ট্যাগ