বেঙ্গালুরু বিমানবন্দরে নামলেই মাঙ্কিপক্সের টেস্ট: ধরা পড়লেই কোয়ারেন্টাইনে
https://parstoday.ir/bn/news/event-i141694-বেঙ্গালুরু_বিমানবন্দরে_নামলেই_মাঙ্কিপক্সের_টেস্ট_ধরা_পড়লেই_কোয়ারেন্টাইনে
ভারতে মাঙ্কিপক্স ঠেকাতে কঠোর  যাত্রীদের ওপর কঠোর বিধি-নিষেধ জারি করেছে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর। কোভিড অতিমারির সময়ে যেমন কঠিন ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল ঠিক তেমনই বিধি-নিষেধ জারি করা হল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ১৬, ২০২৪ ১২:১২ Asia/Dhaka
  • বেঙ্গালুরু বিমানবন্দরে নামলেই মাঙ্কিপক্সের টেস্ট: ধরা পড়লেই কোয়ারেন্টাইনে

ভারতে মাঙ্কিপক্স ঠেকাতে কঠোর  যাত্রীদের ওপর কঠোর বিধি-নিষেধ জারি করেছে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর। কোভিড অতিমারির সময়ে যেমন কঠিন ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল ঠিক তেমনই বিধি-নিষেধ জারি করা হল।

এমপক্স বা মাঙ্কিপক্স ক্রমশ আতঙ্ক ছড়াচ্ছে ভারতে। এই আবহে কোনও রকম ঝুঁকি নিতে চাইল না বেঙ্গালুরুর এই বিমানবন্দরে তৈরি করা হয়েছে ‘এমপক্স টেস্টিং কিয়স্ক’। আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা যাত্রীদের প্রথমেই পরীক্ষা করা হবে। রিপোর্ট যদি পজিটিভ আসে, তা হলে ২১ দিনের কোয়ারেন্টানে পাঠানো হবে। শুধু আফ্রিকা নয় অন্যান্য দেশ থেকে আগত যাত্রীদের ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর বলে জানানো হয়েছে।

গতকাল (রোববার) একটি প্রেস বিবৃতিতে বিমানবন্দরের পক্ষ থেকে জানানো হয়েছে, এমপক্স ঠেকাতে নিয়ম এবং বিধি-নিষেধ মেনেই বিদেশ থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করানোর ব্যবস্থা করা হয়েছে। উপসর্গ ধরা প়ড়লেই রোগীকে কোয়ারেন্টাইনে পাঠানো হবে।

উল্লেখ্য, গত সোমবার ভারতে প্রথম মাঙ্কিপক্স আক্রান্তের হদিস মিলেছে বলে জানা গেছে। ২৬ বছর বয়সি বিদেশ ফেরত হরিয়ানার এক যুবকের দেহে মিলেছে এই রোগের ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এর পক্ষ থেকে এই পক্স নিয়ে সতকর্ততা জারি করা  হয়েছে।#

পার্সটুডে/জিএআর/১৬