আইনজীবীকে ধমক প্রধান বিচারপতির
রাতে কর্মক্ষেত্রে মহিলাদের নিয়ে ‘বিতর্কিত’ বিজ্ঞপ্তি সংশোধনের নির্দেশ
-
প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়
ভারতের আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার পর রাজ্য সরকার সম্প্রতি মহিলাদের রাতের ডিউটি সংক্রান্ত বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। রাতের শিফটে মহিলাদের কাজ যতটা সম্ভব কমিয়ে আনার কথা বলা হয়েছিল ওই বিজ্ঞপ্তিতে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে নানা বিতর্ক সমালোচনা হয়।
আজ (মঙ্গলবার) এই বিজ্ঞপ্তি সংশোধনের নির্দেশ দিল প্রধান বিচারপতি।
‘বিতর্কিত’ ওই বিজ্ঞপ্তির গ্রহণযোগ্যতা নিয়েই এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় প্রশ্ন তুলে বললেন, কীভাবে এই বিজ্ঞপ্তি জারি করল রাজ্য? শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে বিজ্ঞপ্তির ওই ‘বিতর্কিত’ অংশ মুছে ফেলতে হচ্ছে রাজ্য সরকারকে।
রাজ্যকে ওই বিজ্ঞপ্তি সংশোধন করার জন্য নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নির্দেশ, রাজ্যকে ওই বিজ্ঞপ্তি সংশোধন করতে হবে। তিনি বলেন,“নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের। মহিলারা রাতে কাজ করতে পারবেন না, এ কথা বলতে পারেন না।” রাজ্য সরকারের জারি করা ওই বিজ্ঞপ্তির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন প্রধান বিচারপতির। তিনি বলেন, “বিমান পরিষেবা, সেনায় অনেক মহিলা রাতে কাজ করেন। ফলে এই বিজ্ঞপ্তি কেন?”

মঙ্গলবার শুনানির সময় এক আইনজীবী এ বিষয়টি নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করে। সঙ্গে সঙ্গে প্রধান বিচারপতির প্রশ্ন, “এটি কীভাবে হতে পারে? মহিলারা এই ধরনের কোনও ছাড় চান না। মহিলা ডাক্তাররা সব পরিস্থিতিতে কাজ করতে চান। তাদের সব পরিস্থিতিতে কাজ করা উচিত। রাজ্যকে এটি সুনিশ্চিত করতে হবে।” প্রধান বিচারপতির এই নির্দেশের পর রাজ্যের তরফেও আইনজীবী কপিল সিব্বল আশ্বস্ত করেন, বিজ্ঞপ্তির ওই অংশটুকু মুছে দেওয়া হবে।
এদিকে এক আইনজীবী আরজি করের ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাব করলে প্রধানবিচারপতি তাকে ধমক দিয়ে বলেন, “এটা কোনও রাজনৈতিক মঞ্চ নয়। বিচারের পদ্ধতি মেনে চলুন। আমরা চিকিৎসকদের নিরাপত্তার বিষয়গুলি দেখছি। আপনি যদি বলেন, মুখ্যমন্ত্রীর পদত্যাগের নির্দেশ দিতে হবে, সেটা হতে পারে না। এটা আমাদের কাজ নয়।”#
পার্সটুডে/জিএআর/১৭