লেবাননে পেজার বিস্ফোরণে হিজবুল্লাহ সদস্যসহ ৯ ব্যক্তি শহীদ, আহত ২৮০০
(last modified Wed, 18 Sep 2024 03:44:26 GMT )
সেপ্টেম্বর ১৮, ২০২৪ ০৯:৪৪ Asia/Dhaka
  • লেবাননে পেজার বিস্ফোরণে হিজবুল্লাহ সদস্যসহ ৯ ব্যক্তি শহীদ, আহত ২৮০০

লেবাননের বিভিন্ন স্থানে পেজার নামে পরিচিত বেতার যোগাযোগ যন্ত্রের বিস্ফোরণে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর হাজার হাজার সদস্যের পাশাপাশি বহু বেসামরিক ব্যক্তি শহীদ বা আহত হয়েছেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বশেষ যে তথ্য প্রকাশ করেছে তাতে জানানো হয়েছে, রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে প্রথম বিস্ফোরণে কমপক্ষে নয় জন শহীদ এবং ২৮০০ জন আহত হয়েছেন।

মন্ত্রণালয় জানিয়েছে, "দক্ষিণ লেবাননের হাসপাতালগুলোর ধারণ ক্ষমতার বাইরে চলে যাওয়ায় আহত ব্যক্তিদের লেবাননের রাজধানীর বাইরের হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।" বৈরুতে প্রেস টিভির সংবাদদাতা মরিয়ম সালেহ লেবাননের রাজধানী থেকে জানিয়েছেন, শহীদদের মধ্যে একজন নয় বছর বয়সী মেয়ে ও হিজবুল্লাহর সাথে সম্পর্কযুক্ত আইন প্রণেতা আলী আম্মারের ছেলে রয়েছেন। 

আহতদের মধ্যে লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোজতবা আমানিও রয়েছেন। পেজার বিস্ফোরণে তার আঘাতের বিষয়টি নিশ্চিত করতে তার স্ত্রী এক্স পেইজে বলেছেন, মোজতবার অবস্থা স্থিতিশীল রয়েছে। মরিয়ম সালেহ বলেছেন, যারা পেজার বহন করছিলেন, বিস্ফোরণ ঘটার আগে তারা সেগুলোকে গরম হতে দেখেছেন। তিনি জানাচ্ছেন, ইহুদিবাদী ইসরাইল উচ্চ সতর্কাবস্থায় রয়েছে। ইসরাইল ধারণা করছে, হিজবুল্লাহর পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়া আসবে।#

পার্সটুডে/এসআইবি/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।