লেবাননে ইসরাইলের ‘সন্ত্রাসী হামলার’ নিন্দা করল ইরান, সহায়তার প্রস্তাব
(last modified Wed, 18 Sep 2024 03:55:19 GMT )
সেপ্টেম্বর ১৮, ২০২৪ ০৯:৫৫ Asia/Dhaka
  • লেবাননে ইসরাইলের ‘সন্ত্রাসী হামলার’ নিন্দা করল ইরান, সহায়তার প্রস্তাব

লেবাননে ইহুদিবাদী ইসরাইলের "সন্ত্রাসী হামলার" তীব্র নিন্দা করেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। গতকালের এ হামলায় অন্তত নয়জন শহীদ এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন।

হামলার পর গতকালই (মঙ্গলবার) লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ রশিদ বুহাবিবের সাথে টেলিফোনে কথা বলেন আরাকচি। লেবানন জুড়ে হিজবুল্লাহ সদস্য এবং অন্যদের ব্যবহার করা হাজার হাজার ওয়্যারলেস কমিউনিকেশন ডিভাইসে একযোগে বিস্ফোরণের ঘটনায় তিনি কঠোর নিন্দা করেন।  

ইরানের শীর্ষ কূটনীতিক লেবাননের সরকার, জনগণ এবং হতাহতদের পরিবারের প্রতি তার সমবেদনা ও সংহতি প্রকাশ করেন। একইসাথে তিনি আরো বলেন, ইরান আহতদের চিকিৎসা বা চিকিৎসা সেবার জন্য তাদের তেহরানে স্থানান্তর করতে যেকোনো প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত।

বিস্ফোরণের ঘটনায় আহত ইরানের রাষ্ট্রদূত মোজতবা আমানির অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন আব্বাস আরাকচি। রাষ্ট্রদূতকে তাৎক্ষণিক চিকিৎসা সেবা দেয়ার জন্য লেবাননকে ধন্যবাদ জানান আব্বাস আরাকচি।

পররাষ্ট্রমন্ত্রী আরাকচি রাষ্ট্রদূত আমানির স্ত্রীর সঙ্গেও ফোনে কথা বলেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। আরাকচি প্রয়োজনে রাষ্ট্রদূত এবং অন্য আহত ব্যক্তিদের ইরানে তাৎক্ষণিক স্থানান্তর ও চিকিৎসা নেয়ার প্রস্তাব দেন।#

পার্সটুডে/এসআইবি/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ