ইসরাইল তার নিরাপত্তা ও প্রতিরোধশক্তি হারিয়েছে: আবু তোরাবি ফার্দ
-
আবু তোরাবি ফার্দ
তেহরানের জুমার নামাজের খতিব বলেছেন ইহুদিবাদী ইসরাইল আত্মপ্রতিরোধ কিংবা নিরাপত্তা রক্ষার শক্তি হারিয়ে ফেলেছে।
বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, তেহরানের জুমার খতিব হুজ্জাতুল ইসলাম ওয়াল-মুসলেমিন মোহাম্মদ হাসান আবু তোরাবিফার্দ বলেছেন: ইরান, হিজবুল্লাহ ও ইয়েমেনের স্টিলথ মিসাইল এবং গাজার বীর জাতির দৃঢ় প্রতিরোধ বিশ্বকে হতবাক করে দিয়েছে। তিনি আরও বলেন: ইহুদিবাদী ইসরাইলের রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সংকট শুধু পশ্চিম এশিয়াতেই নয় বরং সমগ্র বিশ্বেই বিশ্ববাসী প্রত্যক্ষ করছে।
ইসরাইলি বিশেষজ্ঞদের মতেই তেলআবিব প্রতিরোধশক্তিকে মোকাবেলা করার শক্তি হারিয়ে ফেলেছে। ইরান এবং মুসলিম বিশ্ব এখন গাজা, ইয়েমেন ও ইরাকের প্রতিরোধ শক্তিগুলোর পাশে রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
বিশিষ্ট এই আলেম ঔপনিবেশিক বলদর্পি শক্তির বিরুদ্ধে ইমাম খেমেনি (র) এর প্রচেষ্টার কথা স্মরণ করেন। তিনি বলেন: ইসলামি বিপ্লব বিজয়ের মধ্য দিয়ে ইহুদিবাদী ইসরাইলের পতাকা তাদের দূতাবাস থেকে অবনমিত হয়েছিল আর ফিলিস্তিনের গর্বিত পতাকা উর্ধ্বে উন্নীত হয়েছিল। বিপ্লব বিজয়ের মাধ্যমে ইরানি জাতি নিজেদের পরিচয় খুঁজে পেয়েছিল এবং ইসলামি ঐক্য ফ্রন্ট গড়ে ওঠার ক্ষেত্র তৈরি হয়েছিল। আজ মুসলমানদের ঐক্য গঠিত না হলে নিজেদের মর্যাদা পদদলিত হবে বলেও মন্তব্য করেন আবু তোরাবি ফার্দ।#
পার্সটুডে/এনএম/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।