জাতির উদ্দেশে আনসারুল্লাহ নেতার টেলিভিশন ভাষণ
ইসরাইলবিরোধী লড়াইয়ে হিজবুল্লাহর পাশে থাকবে ইয়েমেন: আল-হুথি
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে। একথা জানিয়েছেন আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল-মালেক আল-হুথি।
তিনি বলেছেন, গত সপ্তাহে ইয়েমেনের সশস্ত্র বাহিনী তেল আবিবের কাছে একটি ইসরাইলি সামরিক লক্ষ্যবস্তুতে যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তা ‘গভীর প্রভাব’ সৃষ্টি করেছে।
শনিবার রাতে ইয়েমেনের টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে হুথি আরো বলেন, ইসরাইলবিরোধী প্রতিরোধ ফ্রন্টের প্রতি ইয়েমেনের ইস্পাতকঠিন সমর্থন অব্যাহত থাকবে। তিনি বলেন, আমরা ফিলিস্তিনি জাতির প্রতি বড় ধরনের পৃষ্ঠপোষকতা দিয়েছি। এখন আমরা লেবাননে আমাদের ভ্রাতৃপ্রতীম হিজবুল্লাহর প্রতি সমর্থন জানানোর ঘোষণা দিচ্ছি।
আব্দুল-মালেক আল-হুথি বলেন, গত ১৪ সেপ্টেম্বর শনিবার ইয়েমেন থেকে যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় তা ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে তেল আবিবের কাছে আঘাত হানে। তিনি জানান, ইসরাইলি আগ্রাসনের শিকার গাজাবাসীর প্রতি সমর্থন জানিয়ে ওই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা তার ভাষণের অন্য অংশে বলেন, ২০১৪ সালের ২১ সেপ্টেম্বর তার দেশের সৌদি-সমর্থিত তৎকালীন সরকারের বিরুদ্ধে যে গণঅভ্যুত্থান হয়েছিল তাতে প্রাথমিকভাবে পরাজিত হয়েছিল আমেরিকা। ওই গণঅভ্যুত্থানের মাধ্যমে ইয়েমেনের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিশ্চিত হয়েছিল বলেও তিনি মন্তব্য করেন।#
পার্সটুডে/এমএমআই/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।