রামাত ডেভিড বিমান ঘাঁটি লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা
(last modified Sun, 22 Sep 2024 06:58:02 GMT )
সেপ্টেম্বর ২২, ২০২৪ ১২:৫৮ Asia/Dhaka
  • রামাত ডেভিড বিমান ঘাঁটি লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরাইলের সবচেয়ে গভীর অভ্যন্তরে হামলা চালিয়েছে। গত ৭ অক্টোবর গাজা-ইসরাইল যুদ্ধ শুরুর পর এটাই হিজবুল্লাহর পক্ষ থেকে ইসরাইলের সবচেয়ে গভীরে হামলা।

আজ (রোববার) হিজবুল্লাহ হাইফা শহরের মাত্র ২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত রামাত ডেভিড বিমান ঘাঁটিতে "ডজন ডজন ফাদি-ওয়ান এবং ফাদি-টু ক্ষেপণাস্ত্র" দিয়ে হামলা করেছে।

হিজবুল্লাহ জানিয়েছে, ফাদি-ওয়ান ২২০ মিলিমিটার ক্যালিবারের ক্ষেপণাস্ত্র যার পাল্লা ৮০ কিলোমিটার। এছাড়া, ফাদি-টু ৩০৩ মিলিমিটার ক্যালিবার প্রজেক্টাইল যার পাল্লা ১০৫ কিলোমিটার। 

ফাদি ক্ষেপণাস্ত্র ব্যবহারের আগে হিজবুল্লাহ যোদ্ধারা আরো দুই ঝাঁক ক্ষেপণাস্ত্র দিয়ে বিমান ঘাঁটির ওপর হামলা চালায়। এসব হামলায় ১৫ থেকে ২০টি করে ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এই বিমান ঘাঁটিতে যুদ্ধবিমান, হেলিকপ্টার, গানশিপ এবং ইলেকট্রনিক যুদ্ধের জন্য নানা রকমের সরঞ্জাম রয়েছে। 

আজকের হামলার বর্ণনা দিয়ে হিজবুল্লাহ বলেছে, গাজা উপত্যকায় ইসরাইলি বর্বতার প্রতিশোধ এবং ফিলিস্তিনি জনগণের প্রতি অহ্যাত সমর্থনের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ