‘যুদ্ধ এবং গণহত্যার মূল কারণ হচ্ছে পশ্চিমাদের দ্বৈত নীতি’
https://parstoday.ir/bn/news/event-i141942-যুদ্ধ_এবং_গণহত্যার_মূল_কারণ_হচ্ছে_পশ্চিমাদের_দ্বৈত_নীতি’
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডা. মাসুদ পেজেশকিয়ান পশ্চিমাদের দ্বৈত নীতির সমালোচনা করে বলেছেন, তাদের এই নীতি-অবস্থানের কারণে সারা বিশ্বে রক্তপাত এবং যুদ্ধ ছড়িয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ২৩, ২০২৪ ১৮:০৪ Asia/Dhaka
  • ‘যুদ্ধ এবং গণহত্যার মূল কারণ হচ্ছে পশ্চিমাদের দ্বৈত নীতি’

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডা. মাসুদ পেজেশকিয়ান পশ্চিমাদের দ্বৈত নীতির সমালোচনা করে বলেছেন, তাদের এই নীতি-অবস্থানের কারণে সারা বিশ্বে রক্তপাত এবং যুদ্ধ ছড়িয়েছে।

আজ (সোমবার) নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম বার্ষিক অধিবেশনে যোগ দেয়ার জন্য পেজেশকিয়ান নিউ ইয়র্ক সফর করছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইরানের প্রেসিডেন্টের ভাষণ দেয়ার কথা রয়েছে। 

মাসুদ পেজেশকিয়ান বলেন, রক্তপাত, যুদ্ধ এবং গণহত্যার পরিবর্তে আমাদের উচিত এমন বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা যেখানে সমস্ত মানবজাতি জাতি ধর্ম, বর্ণ, নির্বিশেষে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা সেই রকম বিশ্বে বসবাস করতে পারছি না বরং আমরা সব ক্ষেত্রেই দ্বৈত নীতি দেখছি।

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, বিশ্বের সমস্ত মানুষের জন্য সমান সুযোগ সুবিধা থাকা উচিত।

ইহুদিবাদী ইসরাইলের জন্য যখন আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো সর্বাত্মকভাবে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সমর্থন দিচ্ছে এবং ইসরাইল তাদের সমর্থনে ফিলিস্তিনে মানব ইতিহাসের জঘন্যতম বর্বরতা ও গণহত্যা অব্যাহত রেখেছে তখন ইরানের প্রেসিডেন্ট এসব কথা বললেন।

তিনি জানান, নিউইয়র্কে অবস্থানকালে তিনি শান্তি এবং নিরাপত্তার ব্যাপারে ইরানের বার্তা তুলে ধরবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেয়ার পাশাপাশি প্রেসিডেন্ট পেজেশকিয়ান সামিট অফ দ্য ফিউচার-এ বক্তব্য রাখবেন। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের নেতা ও কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ২৩