লেবাননে ইসরাইলের নয়া হঠকারিতা; কঠোর হুঁশিয়ারি দিল ইরান
https://parstoday.ir/bn/news/event-i141964-লেবাননে_ইসরাইলের_নয়া_হঠকারিতা_কঠোর_হুঁশিয়ারি_দিল_ইরান
লেবাননে নয়া ‘হঠকারিতা’র ব্যাপারে ইহুদিবাদী ইসরাইলের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। তেহরান বলেছে, লেবাননের শহর ও গ্রামগুলোতে হামলা চালানোর জন্য ইসরাইলকে ‘ভয়ঙ্কর পরিণতি’ ভোগ করতে হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ২৪, ২০২৪ ০৯:৪৮ Asia/Dhaka
  • লেবাননে ইসরাইলের নয়া হঠকারিতা; কঠোর হুঁশিয়ারি দিল ইরান

লেবাননে নয়া ‘হঠকারিতা’র ব্যাপারে ইহুদিবাদী ইসরাইলের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। তেহরান বলেছে, লেবাননের শহর ও গ্রামগুলোতে হামলা চালানোর জন্য ইসরাইলকে ‘ভয়ঙ্কর পরিণতি’ ভোগ করতে হবে।

লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর ও গ্রামগুলোর ওপর সোমবার সকাল থেকে ইসরাইলি বিমান হামলায় প্রায় ৫০০ মানুষ নিহত ও দেড় হাজারের বেশি মানুষ আহত হওয়ার পর এ হুঁশিয়ারি দিল ইরান। গত প্রায় এক বছর ধরে ইসরাইল ও লেবাননের হিজবুল্লাহর মধ্যে সীমান্ত অতিক্রমি হামলা ও পাল্টা হামলা হলেও একদিনে এমন ভয়ঙ্কর হামলা আর চালায়নি তেল আবিব।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে লেবাননে দখলদার ইসরাইলি সেনাদের ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানান। তিনি এ ধরনের মানবতাবিরোধী হামলার ব্যাপারে নীরব থেকে উল্টো তেল আবিবকে সবরকম পৃষ্ঠপোষকতা দেয়ার জন্য পশ্চিমা দেশগুলোর কড়া সমালোচনা করেন।

কানয়ানি বলেন, প্রায় এক বছর ধরে গাজা উপত্যকার ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা চালিয়ে ইসরাইলের পীপাসা মেটেনি; এবার সে লেবাননসহ গোটা পশ্চিম এশিয়া অঞ্চলকে যুদ্ধের দাবানলে পোড়াতে চায়। তিনি ইহুদিবাদী ইসরাইলের এই বেপরোয়া আচরণের লাগাম টেনে ধরতে জরুরি ব্যবস্থা নেয়ার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান।#

পার্সটুডে/এমএমআই/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।