এই বর্বরোচিত ও বিস্তৃত আগ্রাসন যুদ্ধাপরাধ: হামাস
লেবাননে নির্বিচার হামলা আবারও ইসরাইলের ‘নাৎসি চরিত্র’ উন্মোচন করেছে: হামাস
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইহুদিবাদী ইসরাইলের সর্বশেষ ভয়াবহ হামলা এই সরকারের ‘নাৎসি চরিত্র’ বিশ্ববাসীর সামনে উন্মোচন করে দিয়েছে।
হামাস সোমবার এক বিবৃতিতে বলেছে, লেবানন ও লেবাননের ভ্রাতৃপ্রতীম জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী সন্ত্রাসী হামলায় শত শত মানুষ শহীদ ও সহস্রাধিক মানুষ আহত হয়েছেন।
বিবৃতিতে বলা হয়, হামাস এই বর্বরোচিত ও বিস্তৃত আগ্রাসনকে যুদ্ধাপরাধ বলে মনে করে। এই আগ্রাসনে ইহুদিবাদী শত্রুর নাৎসি চরিত্র প্রকাশ হয়ে পড়েছে। গাজা উপত্যকায় নিজের ঘোষিত লক্ষ্যগুলো অর্জন করতে না পেরে নেতানিয়াহু এখন সর্বত্র যুদ্ধ ছড়িয়ে দেয়ার চেষ্টা করছে।
লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর ও গ্রামগুলোর ওপর সোমবার সকাল থেকে ইসরাইলি বিমান হামলায় অন্তত ৪৯২ জন নিহত ও দেড় হাজারের বেশি মানুষ আহত হওয়ার পর হামাস এ প্রতিক্রিয়া জানাল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি হামলায় নিহতদের মধ্যে বহু নারী, শিশু ও চিকিৎসাকর্মী রয়েছেন।
ইসরাইলের সোমবারের আগ্রাসনের আগে লেবাননের হিজবুল্লাহ ইসরাইলের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইলের ভয়াবহ সাইবার সন্ত্রাসী হামলাসহ হিজবুল্লাহর একজন শীর্ষস্থানীয় কমান্ডারের ওপর ইসরাইলি হামলার জবাবে। ইসরাইলের ওইসব হামলায় হিজবুল্লাহর একজন শীর্ষস্থানীয় কমান্ডার শহীদ হন এবং বেতার যোগাযোগের যন্ত্র পেজারে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটিয়ে ইসরাইল শহীদ করে লেবাননের হিজবুল্লাহর কয়েকজন সদস্যসহ সর্বস্তরের বেসামরিক জনগণের অন্তত ৫০ জনকে, আহত হয় প্রায় চার হাজার। সোমবারে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের পাল্টা হামলা থেকে প্রাণে বাঁচতে প্রায় তিন লাখ ইসরাইলি আশ্রয় কেন্দ্রগুলোতে ছুটে গিয়েছিল।#
পার্সটুডে/এমএমআই/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।