বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ঠাকুরগাঁওয়ে বিএসএফ সদস্য আটক
https://parstoday.ir/bn/news/event-i141986
আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করার অভিযোগে বাংলাদেশের ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট সীমান্তে এক বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
সেপ্টেম্বর ২৪, ২০২৪ ১৬:৫৬ Asia/Dhaka
  • বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ঠাকুরগাঁওয়ে বিএসএফ সদস্য আটক

আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করার অভিযোগে বাংলাদেশের ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট সীমান্তে এক বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি।

আজ (মঙ্গলবার) সকালে চান্দেরহাট সীমান্তের ৩৩৪ এর ৬ নম্বর পিলার এলাকা থেকে আটক করা হয় বলে নিশ্চিত করেন দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহসান উল ইসলাম। আটক জওয়ানের নাম উপল কুমার দাস। তিনি ভারতের ৬১ বিএসএফ ব্যাটালিয়নের চকসীবানন্দ ক্যাম্পের সদস্য বলে জানা গেছে।

আহসান উল ইসলাম জানান, সীমান্ত এলাকায় কোন ধরনের আলোচনা ছাড়াই দুজন বিএসএফ সদস্য আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় স্থানীয় বাসিন্দারা তাদের মধ্যে একজনকে আটক করে টহলরত বিজিবি সদস্যের কাছে হস্তান্তর করে। অপর বিএসএফ সদস্য পালিয়ে যায়।

বিজিবি সূত্রে জানা গেছে, সকালে পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট বিওপির ৩৩৪ সীমান্ত পিলার এলাকা পেরিয়ে বাংলাদেশের সীমান্তের ২০০ গজের ভিতরে চলে এসেছিল। পরে তাকে দেখতে পেয়ে আটক করে বিজিবি। ভারত-বাংলাদেশ পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ সদস্যকে ফেরত পাঠানো হবে।#

পার্সটুডে/এমএআর/২৪