ইসরাইলি আগ্রাসনে শহীদ হয়েছেন শীর্ষ কমান্ডার ইব্রাহিম কোবাইসি
https://parstoday.ir/bn/news/event-i142014-ইসরাইলি_আগ্রাসনে_শহীদ_হয়েছেন_শীর্ষ_কমান্ডার_ইব্রাহিম_কোবাইসি
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ঘোষণা করেছে যে, ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক বিমান হামলায় তাদের একজন শীর্ষ পর্যায়ের কমান্ডার এবং হিজবুল্লাহর এক সদস্য শহীদ হয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ১৫:৩৭ Asia/Dhaka
  • হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ইব্রাহিম কোবাইসি
    হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ইব্রাহিম কোবাইসি

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ঘোষণা করেছে যে, ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক বিমান হামলায় তাদের একজন শীর্ষ পর্যায়ের কমান্ডার এবং হিজবুল্লাহর এক সদস্য শহীদ হয়েছেন।

আজ (বুধবার) হিজবুল্লাহ এই তথ্য দিয়ে বলেছে, শহীদ কমান্ডারের নাম হচ্ছে ইব্রাহিম মোহাম্মদ কোবাইসি এবং হিজবুল্লার অন্য সদস্যের নাম হোসেইন হানি ইজাদ্দিন।

ইসরাইলের বিমান হামলাকে "একটি বিশ্বাসঘাতক ইসরাইলি হত্যা মিশন" বলে নিন্দা করেছে হিজবুল্লাহ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী- যে হামলায় হিজবুল্লাহর এই কমান্ডার শহীদ হয়েছেন সেখানে আরো ৬ ব্যক্তি নিহত এবং ১৫ জন আহত হন। 

হিজবুল্লাহ জানিয়েছে, ৬২ বছর বয়সী কোবাইসি ১৯৮২ সাল থেকে সংগঠনের যোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। হিজবুল্লাহ আরো জানিয়েছে, কোবাইসি তার কর্মদক্ষতা ও তৎপরতা দিয়ে শীর্ষ পর্যায়ের কমান্ডারের পদে আসীন হন।

২০০১ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি হিজবুল্লাহ বদর সামরিক ইউনিটের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, হিজবুল্লাহ যে সমস্ত রকেট তৈরি করেছে তার অনেকগুলোতে তিনি নেতৃত্ব দিয়েছেন। ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে বহু সংখ্যক অভিযানের পরিকল্পনা ও তত্ত্বাবধানও করেছেন ইব্রাহিম মোহাম্মদ কোবাইসি।#

পার্সটুডে/এসআইবি/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন