নাসরুল্লাহর শাহাদাতের পর নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার আহ্বান ইরানের
(last modified Sun, 29 Sep 2024 08:50:36 GMT )
সেপ্টেম্বর ২৯, ২০২৪ ১৪:৫০ Asia/Dhaka
  • আমির সাঈদ ইরাভানি
    আমির সাঈদ ইরাভানি

মধ্যপ্রাচ্যজুড়ে ইহুদিবাদী ইসরাইলের চলমান মারাত্মক আগ্রাসন মোকাবেলার জন্য জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদকে জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। শুক্রবার ইসরাইলের বর্বর বিমান হামলায় শহীদ হন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ।

জাতিসংঘে ইরানের স্থায়ী রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি গতকাল (শনিবার) নিরাপত্তা পরিষদকে উদ্দেশ্য করে এক চিঠিতে এ অনুরোধ জানান। একদিন আগে, ইহুদিবাদী বাহিনী লেবাননের রাজধানী বৈরুতের ওপর তীব্র বিমান হামলা চালায়।

লেবাননের বিরুদ্ধে ইসরাইলের হামলা বৃদ্ধি এবং গাজা উপত্যকায় গণহত্যামূলক যুদ্ধের মধ্যে এই হত্যাকাণ্ডটি ঘটেছে। লেবাননে গত কয়েকদিনের ইসরাইলি আগ্রাসনে ৭০০’র বেশি মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে গত অক্টোবর থেকে এ পর্যন্ত ৪১ হাজার ৫৮৬ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। হতাহতদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।

ইসরাইলের এই লাগামহীন আগ্রাসনকে ইরাভানি "যুদ্ধাপরাধ এবং মানবতা-বিরোধী অপরাধ" বলে নিন্দা করেন। তিনি বলেন, "ইসরাইলের সন্ত্রাসী আগ্রাসন এবং লেবানন ও সমগ্র মধ্যপ্রাচ্যে উত্তেজনা সৃষ্টিকারী দখলদারদের ক্রমাগত নৃশংসতা মোকাবেলার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে বৈঠক ডাকতে হবে।"

তিনি সতর্ক করে বলেন, "এই নির্লজ্জ আগ্রাসন আঞ্চলিক এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে; পুরো অঞ্চলকে সর্বাত্মক বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে।”#

পার্সটুডে/এসআইবি/এমএআর/২৮

 

ট্যাগ