ইসরাইলে দুই শতাধিক ক্ষেণপাস্ত্র ছুড়ল হিজবুল্লাহ; সংঘর্ষে অন্তত ২ ইসরাইলি সেনা নিহত
https://parstoday.ir/bn/news/event-i142298-ইসরাইলে_দুই_শতাধিক_ক্ষেণপাস্ত্র_ছুড়ল_হিজবুল্লাহ_সংঘর্ষে_অন্তত_২_ইসরাইলি_সেনা_নিহত
দখলদার ইসরাইলের বিভিন্ন অবস্থানে আজ (বৃহস্পতিবার) দুই শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে লেবাননের হিজবুল্লাহ।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
অক্টোবর ০৩, ২০২৪ ২০:৩২ Asia/Dhaka
  • ইসরাইলে দুই শতাধিক ক্ষেণপাস্ত্র ছুড়ল হিজবুল্লাহ; সংঘর্ষে অন্তত ২ ইসরাইলি সেনা নিহত

দখলদার ইসরাইলের বিভিন্ন অবস্থানে আজ (বৃহস্পতিবার) দুই শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে লেবাননের হিজবুল্লাহ।

দক্ষিণ লেবানন ও বৈরুতে ইসরাইলের নির্বিচার হামলার জবাবে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইসরাইলি গণমাধ্যমেও এই খবর প্রকাশিত হয়েছে। এছাড়া, ইসরাইলি গণমাধ্যমে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে দখলদার বাহিনীর সংঘর্ষে নতুনকরে দুই ইসরাইলি সেনা নিহতের খবর দেওয়া হয়েছে।

বলা হয়েছে, উদিসা এবং মারুন আল-রাস শহরে হিজবুল্লাহর হামলায় গোলানি ব্রিগেডের দুই সদস্য প্রাণ হারিয়েছে। হিজবুল্লাহর আজকের হামলায় আরও কয়েক জন ইসরাইলি সেনা নিহত হয়েছে বলে বিভিন্ন সূত্র জানালেও ইসরাইলি গণমাধ্যম এখনও তা স্বীকার করেনি।   

এর আগে গতকাল (বুধবার) ইসরাইলি বাহিনী হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে তাদের আট সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে। নিহতদের পাঁচ জন উঁচু র‍্যাঙ্কের সামরিক অফিসার।

ইসরাইলি সেনাবাহিনী ঘোষণা করেছে, তাদের আরও বহু সংখ্যক সৈন্য আহত হয়েছে, তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

'আল-আলম' টিভি চ্যানেল কয়েকটি সাজোয়া যানের ছবি সম্প্রচার করেছে যেগুলো ইসরাইলি সেনাবাহিনীর কাছ থেকে গনিমত হিসেবে পেয়েছে হিজবুল্লাহ।#

পার্সটুডে/এসএ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।