মন্ত্রিসভার জরুরি বৈঠকে মোদির উদ্বেগ, সংঘাত আরও বাড়তে পারে!
(last modified Fri, 04 Oct 2024 10:45:48 GMT )
অক্টোবর ০৪, ২০২৪ ১৬:৪৫ Asia/Dhaka
  • মন্ত্রিসভার জরুরি বৈঠকে মোদির উদ্বেগ, সংঘাত আরও বাড়তে পারে!

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি মন্ত্রিসভার জরুরি বৈঠক করেন।

বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে মধ্যপ্রাচ্যের অশান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। যুদ্ধ পরিস্থিতির জেরে বাণিজ্য এবং তেল আমদানি কতখানি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং ভারতে তার কেমন প্রভাব পড়তে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই বৈঠকে।

জরুরি বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শংকর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ উপস্থিত ছিলেন।

পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমেই আশঙ্কাজনক হয়ে উঠছে। আগামী দিনে সংঘাত আরও বাড়তে পারে বলেই মনে করছে আন্তর্জাতিক পর্যবেক্ষকমহল এবং মধ্যপ্রাচ্যের অশান্তির আঁচ ভারতেও পড়তে পারে বলে তারা মনে করেন।

যুদ্ধ বিরতি এবং শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়ে নয়াদিল্লি। মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ পরিস্থিতি যেন বিশ্বে আরও ছড়িয়ে না পড়ে, সেই আবেদনও জানানো হয়েছে ভারতের পক্ষ থেকে।

বর্তমান পরিস্থিতিতে উদ্বিগ্ন ভারত। যুদ্ধ পরিস্থিতির জেরে ব্যাপকভাবে বাড়ছে তেলের দাম। ভারতে তার প্রভাব পড়েছে। কারণ ইরান থেকে থেকে তেল আমদানি করে ভার‍ত। আর তেলের দাম বাড়ার সাথে সাথেই  মূল্যবৃদ্ধি শুরু হয়েছে। এছাড়া  সমুদ্র পথে বাণিজ্য ব্যাহত হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে লোহিত সাগর-এডেন উপসাগরে বন্ধ হতে পারে বাণিজ্যিক জাহাজ চলাচল, তার জেরে ব্যবসায় ক্ষতি বাড়বে।

এসব কারণে উদ্বিগ্ন মোদি মন্ত্রিসভার জরুরি বৈঠকে বসেন।#

পার্সটুডে/জিএআর/৪

ট্যাগ