লোহিত সাগরে অভিযান অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছে ইয়েমেন
ইঙ্গো-মার্কিন বিমান হামলা সত্ত্বেও গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশ করে লোহিত সাগরে সামরিক অভিযান অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন।
আন্দোলনের মুখপাত্র হাশেম শারাফুদ্দিন এক বিবৃতিতে বলেছেন, শুক্রবার জুমার নামাজ শেষে অন্তত ১০ লাখ লোক গাজাবাসীর সমর্থনে বিক্ষোভ মিছিল করার পর ইঙ্গো-মার্কিন বাহিনী ইয়েমেনের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায়।
তিনি বলেন, ইয়েমেনে জনগণকে ভীতি প্রদর্শনের মাধ্যমে বিক্ষোভ মিছিল না করে ঘরে বসে থাকতে চাপ সৃষ্টি করার জন্য এ হামলা চালানো হয়েছে।
আনসারুল্লাহর মুখপাত্র বলেন, “এ ধরনের হামলা চালিয়ে ইয়েমেনের জনগণকে ভয় দেখানো যাবে না বরং তারা শত্রুদের বিরুদ্ধে অটল ও অবিচল থাকার সিদ্ধান্ত নিয়েছে। শারাফুদ্দিন প্রত্যয় জানিয়ে বলেন, যতদিন গাজা উপত্যকা ও লেবাননে ইসরাইলি আগ্রাসন চলবে ততদিন লোহিত সাগরে তাদের অভিযান বন্ধ হবে না।
আনসারুল্লাহর মুখপাত্র এমন সময় এ বিবৃতি দিলেন যখন শুক্রবার ইঙ্গো-মার্কিন বাহিনী ইয়েমেনের রাজধানী সানার পাশাপাশি হুদায়দা, আল-বাইদা এবং ধামার প্রদেশে বোমাবর্ষণ করে।
গত বছরের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হলে ইয়েমেন লোহিত সাগর দিয়ে ইসরাইলগামী বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালাতে শুরু করে। তাদের হামলায় ওই রুট দিয়ে ইসরাইলগামী জাহাজ চলাচল শূন্যের কোঠায় নেমে এসেছে। এর ফলে তেল আবিব ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে।
এছাড়া, ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধারা গত এক বছরে বহুবার ইসরাইলের বিভিন্ন অবস্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তারা বলেছে, ইসরাইলি গণহত্যার শিকার গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশ করে এসব হামলা চলছে এবং গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাদের হামলা বন্ধ হবে না।#
পার্সটুডে/এমএমআই/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।