ইসরাইলি সামরিক স্থাপনায় ব্যাপকভাবে রকেট হামলা করল ফিলিস্তিনি যোদ্ধারা  
https://parstoday.ir/bn/news/event-i142412
ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা অধিকৃত ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে তাদের ঐতিহাসিক অপারেশন আল-আকসা স্টর্মের প্রথম বার্ষিকীতে বেশ কয়েকটি ইসরাইলি সামরিক স্থাপনায় ব্যাপক প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। 
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
অক্টোবর ০৭, ২০২৪ ১৪:১০ Asia/Dhaka
  • ইসরাইলি সামরিক স্থাপনায় ব্যাপকভাবে রকেট হামলা করল ফিলিস্তিনি যোদ্ধারা  

ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা অধিকৃত ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে তাদের ঐতিহাসিক অপারেশন আল-আকসা স্টর্মের প্রথম বার্ষিকীতে বেশ কয়েকটি ইসরাইলি সামরিক স্থাপনায় ব্যাপক প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। 

গাজা উপত্যকা-ভিত্তিক প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডের যোদ্ধারা আজ (সোমবার) ১১৪ মিলিমিটার রাজুম রকেট দিয়ে স্থাপনাগুলোতে আঘাত হানে।

তারা উত্তর-পশ্চিম নেগেভ মরুভূমিতে সুফার কাছে সামরিক ঘাঁটি, গাজার রাফাহ ক্রসিংয়ে শত্রু সমাবেশ, উপকূলীয় হোলিট অবৈধ বসতির আশেপাশে এবং কারেম শালোম সামরিক স্থাপনায় হামলা করেছে।

এই প্রতিশোধমুলক হামলা শুরুর আগে কাসসাম ব্রিগেড আল-আকসা স্টর্মকে স্বাগত জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করে। গত বছরের এই দিনে হামাসের পাশাপাশি ইসলামী জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল-কুদস ব্রিগেডের যোদ্ধারাও এই অভিযানে অংশ নেয়। 

ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে দখলদার সেনাদের তীব্র আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে হামাস ও জিহাদ আন্দোলন ওই অভিযান চালায়। সে সময় ইসরাইলি সামরিক ঘাঁটি এবং গাজার চারপাশে অবৈধ বসতিগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নেয় ফিলিস্তিনি যোদ্ধারা। এর পাশাপাশি ২৪০ জনেরও বেশি ইসরাইলিকে বন্দী করে তারা। এ ঘটনার মধ্যদিয়ে ইসরাইলের সামরিক কর্তৃত্ব প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৭