গাজায় বর্বরতার কারণে ইসরাইলের প্রতি ঘৃণা বেড়েছে মুসলিম বিশ্বে: ইরান
(last modified Wed, 09 Oct 2024 03:59:53 GMT )
অক্টোবর ০৯, ২০২৪ ০৯:৫৯ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের গত এক বছরের বর্বরতা মুসলিম বিশ্বে এই দখলদার শক্তির বিরুদ্ধে ক্ষোভ ও ঘৃণাই কেবল বৃদ্ধি করেছে।

তিনি নিজের অফিসিয়াল এক্স পেজে দেয়া এক পোস্টে লিখেছেন, ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধ সারাবিশ্বের মুসলমানদের একথা বোঝাতে সক্ষম হয়েছে যে, ফিলিস্তিনিরা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারের পুনরুজ্জীবন অপরিহার্য ।

তিনি বলেন, ফিলিস্তিনিদের আত্মরক্ষা করা এবং শান্তি ও সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার রয়েছে।

গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ গণহত্যামূলক যুদ্ধ শুরু করার প্রথম বার্ষিকী উপলক্ষে ওই এক্স বার্তা প্রকাশ করেন ইরানের এই মুখপাত্র। দখলদার বাহিনীর গণহত্যায় এখন পর্যন্ত ৪২ হাজার ফিলিস্তিনি শহীদ এবং আরো প্রায় এক লাখ গাজাবাসী আহত হয়েছেন। ধ্বংসস্তূপগুলোর নীচে অনেক লাশ চাপা পড়ে আছে বলে মনে করা হচ্ছে।

প্রাণহানির এ ঘটনার পাশাপাশি গাজা উপত্যকার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে এবং সেখানে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। কিন্তু তা সত্ত্বেও এই অবরুদ্ধ উপত্যকায় গণহত্যা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী সেনারা।

গাজা উপত্যকায় গত এক বছর ধরে খাদ্য, খাবার পানি ও ওষুধের তীব্র সংকট চলছে। গণহত্যা চালানোর পাশাপাশি এসব জরুরি পণ্য উপত্যকায় প্রবেশে বাধা দিচ্ছে তেল আবিব। এদিকে জাতিসংঘ বলেছে, গাজার ২৩ লাখ অধিবাসীর শতকরা ৯০ ভাগ অভ্যন্তরীণভাবে শরণার্থীতে পরিণত হয়েছেন। এসব মানুষের জন্য গাজায় নিরাপদ কোনো স্থান নেই। যখন যেখানে খুশি সেখানে নির্বিচারে বোমাবর্ষণ করে ফিলিস্তিনিদের হত্যা করে যাচ্ছে ইসরাইল।#

পার্সটুডে/এমএমআই/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ