ইসরাইলি বর্বরতা থামছেই না
দামেস্কে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা; নিহত ৭
সিরিয়ার রাজধানী দামেস্কে ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় সাতজন নিহত এবং অনেকে আহত হয়েছে। গতকাল (মঙ্গলবার) দামেস্কের পশ্চিমে মেজ্জাহ এলাকার একটি আবাসিক ভবনে হামলা চালায় ইসরাইলি বর্বর সেনারা।
সিরিয়ার সেনাবাহিনীর তথ্য অনুসারে, ইসরাইলি হামলায় নারী ও শিশুসহ অন্তত সাতজন নিহত এবং ১১ জন আহত হয়েছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা করেছে।
সিরিয়ার একটি সামরিক সূত্র রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানাকে জানিয়েছে, মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে ইসরাইলি শত্রুরা অধিকৃত সিরিয়ান গোলান মালভূমির দিক থেকে তিনটি ক্ষেপণাস্ত্র দিয়ে আগ্রাসন শুরু করে। দামেস্কের ঘনবসতিপূর্ণ মেজ্জাহ এলাকার আবাসিক ভবনে এসব ক্ষেপণাস্ত্র আঘাত করে। এতে সাতজন বেসামরিক নাগরিকের মৃত্যু হয় যাদের মধ্যে নারী ও শিশু ছিল।
এছাড়া, ১১ জন আহত হওয়ার পাশাপাশি সহায় সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সামরিক সূত্রটি জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে থেকে অন্যদের উদ্ধারের জন্য কাজ চলছে।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরাইলি এই আগ্রাসনকে নিরাপত্তাহীন বেসামরিক মানুষের বিরুদ্ধে নৃশংস অপরাধ বলে অভিহিত করেছে। মন্ত্রণালয় আরো বলেছে, লেবানন ও ফিলিস্তিনসহ সমগ্র অঞ্চলে ইহুদিবাদী ইসরাইল যে হত্যাযজ্ঞ ও রক্তপাত ঘটাচ্ছে তাকে বিস্তৃত করার একটি প্রচেষ্টা।
দামেস্কে ইরানি দূতাবাসও এই হামলাকে সন্ত্রাসী হামলা বলে নিন্দা করেছে। দূতাবাস জানিয়েছে, হতাহতদের মধ্যে কোনো ইরানি নাগরিক নেই।#
পার্সটুডে/এসআইবি/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন