ইসরাইল-বিরোধী ভিডিও পোস্ট করায় ওমরাহ হজে ইরাকি সেনা কর্মকর্তা আটক
(last modified Wed, 09 Oct 2024 08:04:08 GMT )
অক্টোবর ০৯, ২০২৪ ১৪:০৪ Asia/Dhaka
  • লে. কর্নেল ওমর নিজার
    লে. কর্নেল ওমর নিজার

ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে পোস্ট দেয়ায় ইরাকের সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল ওমর নিজারকে ওমরাহ হজ পালনের সময় আটক করেছে সৌদি সরকার।

‘দি নিউ আরব’ নামে একটি গণমাধ্যম জানিয়েছে, কর্নেল নিজার এর আগে সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছিলেন যাতে তিনি গাজা এবং লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের বিজয় কামনা করেন।  

এই ভিডিও পরবর্তীতে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে ভিডিওটি পোস্ট করার কারণেই কর্নেল নিজারকে সৌদি কর্তৃপক্ষ আটক করেছে। 

কর্নেল নিজারের আইনজীবী ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন, আটক করার পর সৌদি কর্তৃপক্ষ দেশটির রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা বা এসএস’র কাছে নিজারকে হস্তান্তর করেছে এবং পরবর্তীতে তার ভাগ্যে কি ঘটেছে তা পরিষ্কার নয়।

গত বছরের ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে। সেই সময় থেকেই সৌদি কর্তৃপক্ষ ইসরাইলের কোন সমালোচনাকে সহ্য করে না।

ইসরাইলের হামলায় এ পর্যন্ত গাজা উপত্যকায় প্রায় ৪২ হাজার মানুষ শহীদ হয়েছেন। সম্প্রতি, লেবাননের বিরুদ্ধে ইসরাইল একই রকমের আগ্রাসন শুরু করেছে যাতে প্রায় দুই হাজারের বেশি মানুষ মারা গেছেন।#

পার্সটুডে/এসআইবি/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

ট্যাগ