ইহুদিবাদী ইসরাইলের হিট লিস্টে আয়াতুল্লাহ সিস্তানি; ইরাকের প্রতিবাদ
https://parstoday.ir/bn/news/event-i142516-ইহুদিবাদী_ইসরাইলের_হিট_লিস্টে_আয়াতুল্লাহ_সিস্তানি_ইরাকের_প্রতিবাদ
ইহুদিবাদী ইসরাইল তাদের সম্ভাব্য হত্যার তালিকায় ইরাকের শিয়া মুসলমানদের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী আল-সিস্তানির ছবি প্রকাশের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইরাক সরকার। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ১০, ২০২৪ ১২:৩৮ Asia/Dhaka
  • ইরাকের শিয়া মুসলমানদের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী আল-সিস্তানির
    ইরাকের শিয়া মুসলমানদের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী আল-সিস্তানির

ইহুদিবাদী ইসরাইল তাদের সম্ভাব্য হত্যার তালিকায় ইরাকের শিয়া মুসলমানদের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী আল-সিস্তানির ছবি প্রকাশের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইরাক সরকার। 

গতকাল (বুধবার) ইরাক সরকারের মুখপাত্র বাসিম আল-আওয়াদি ক্ষোভ ও নিন্দা জানিয়ে বলেন, ইহুদিবাদী ইসরাইলের এই ধরনের অপমানজনক পদক্ষেপের কঠোর নিন্দা এবং প্রতিবাদ করছে বাগদাদ সরকার। 

সম্প্রতি ইসরাইলের হিব্রু ভাষার গণমাধ্যম দখলদার সেনাদের সম্ভাব্য হত্যা তালিকা প্রকাশ করেছে যাতে আয়াতুল্লাহ সিস্তানির ছবি রয়েছে। 

আল-আওয়াদি বলেন, পুরো ইরাকি জাতি আয়তুল্লাহ আলী আল-সিস্তানিকে ইরাকের ধর্মীয় কর্তৃপক্ষ হিসেবে সম্মান করে এবং তিনি সমগ্র আরব বিশ্ব, মুসলিম উম্মাহ এবং আন্তর্জাতিক অঙ্গনে একজন সম্মানিত ধর্মীয় নেতা। তার বিরুদ্ধে এই ধরনের অপমানজনক পদক্ষেপ অত্যন্ত দুঃখজনক এবং ইরাক সরকার এর তীব্র বিরোধিতা করছে 

ইরাকি মুখপাত্র হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইহুদিবাদী ইসরাইলের এই ধরনের বর্ণবাদী তৎপরতা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি বাস্তব অর্থে হুমকি সৃষ্টি করেছে। মুসলমানদের ধর্মীয় নেতাদের বিরুদ্ধে ইসরাইলের এই পদক্ষেপের নিন্দা ও বিরোধিতা করার জন্য জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তিনি আহ্বান জানান।#

পার্সটুডে/এসআইবি/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন