সম্পূর্ণ বেসামরিক এলাকায় হামলা
বৈরুতের কেন্দ্রস্থলে ইসরাইলি নির্বিচার হামলা: অন্তত ২২ জনের প্রাণহানি
এবার লেবাননের রাজধানী বৈরুতে কেন্দ্রস্থলে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। বৃহস্পতিবার রাতে বৈরুতের যে স্থানটিতে হামলা চালানো হয়েছে সেটি হিজবুল্লাহর কথিত শক্ত ঘাঁটি অর্থাৎ নগরীর দক্ষিণ উপকণ্ঠের বাইরের একটি এলাকা।
লেবাননের গণস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পাশবিক ওই হামলায় অন্তত ২২ জন নিহত ও ১১৭ ব্যক্তি আহত হয়েছেন। হতাহতদের প্রায় সবাই বেসামরিক নাগরিক।
বৃহস্পতিবার রাতে ইসরাইলি বিমান হামলায় বৈরুত শহর কেঁপে ওঠে এবং ঘটনাস্থলে এক বিভীষিকাময় পরিবেশ তৈরি হয়। ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্সের পাশাপাশি আশপাশের স্থানীয় লোকজন হতাহতদেরকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা যুদ্ধবিমান উড়ে যাওয়া ও প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং বিশাল অগ্নিকুণ্ডলি দেখতে পেয়েছেন। হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকার বাইরে চালানো এই হামলায় পুরো বৈরুত শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ইসরাইলি হামলা চলতে থাকবে বলে আশঙ্কা থাকায় সেখানকার বেসামরিক নাগরিকরা নিজেদের ঘরবাড়ি ফেলে বৈরুতের কেন্দ্রস্থলের যে প্রচণ্ড ঘনবসতিপূর্ণ এলাকায় এসে আশ্রয় নিয়েছিলেন, দখলদার ইসরাইল বৃহস্পতিবার রাতে সেখানেই হামলা চালিয়েছে। দক্ষিণ বৈরুত থেকে গত এক মাসের প্রায় সাত লাখ লেবাননি এই এলাকায় এসে আশ্রয় নিয়েছেন।
এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত লেবাননে ইসরাইলি হামলায় অন্তত ২১০০ মানুষ নিহত ও ১১ হাজারের বেশি লোক আহত হয়েছেন। লেবানন সরকার দেশটির বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচারে হামলা চালানোর জন্য ইহুদিবাদী ইসরাইলের তীব্র নিন্দা জানিয়েছে। আর এই পাশবিক হামলার ব্যাপারে রহস্যজনকভাবে নীরব রয়েছে মানবাধিকারের রক্ষষক পশ্চিমারা।#
পার্সটুডে/এমএমআই/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।