আমরণ অনশনরত আরও এক চিকিৎসক সিসিইউতে
https://parstoday.ir/bn/news/event-i142578-আমরণ_অনশনরত_আরও_এক_চিকিৎসক_সিসিইউতে
ভারতের পশ্চিমবঙ্গের আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার বিচারের মোট ১০ দফা দাবি নিয়ে জুনিয়ার চিকিৎসকদের অনশন কর্মসূচিতে আরও একজন অসুস্থ হয়ে পড়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ১২, ২০২৪ ১৬:০৬ Asia/Dhaka
  • আমরণ অনশনরত আরও এক চিকিৎসক সিসিইউতে

ভারতের পশ্চিমবঙ্গের আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার বিচারের মোট ১০ দফা দাবি নিয়ে জুনিয়ার চিকিৎসকদের অনশন কর্মসূচিতে আরও একজন অসুস্থ হয়ে পড়েছে।

ধর্মতলার অনশন মঞ্চে এর আগে অনিকেত মাহাতো অসুস্থ  হয়ে পড়ার পর আজ ডাক্তার অলোক বর্মা অসুস্থ হয়ে পড়লে তাকে সিসিইউতে নেয়া হয়েছে। অনিকেত মাহাতো আরজি করে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে।

১০ দফা দাবি নিয়ে গত শনিবার রাত সাড়ে ৮টা থেকে কলকাতার ধর্মতলায় আমরণ অনশন শুরু করে জুনিয়র ডাক্তাররা।

অন্য দিকে, শুক্রবার রাতে ধর্মতলায় ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্‌স ফ্রন্ট’-এর তরফে জানানো হয়, আরও দু’জন জুনিয়ার ডাক্তার আমরণ অনশনে যোগ দিয়েছেন।

আরএসএস প্রধান মোহন ভাগবত

এদিকে, আরজি করের ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে আরএসএস প্রধান মোহন ভাগবত মহাভারতের দ্রৌপদীর বস্ত্রহরণের প্রসঙ্গ তুলে ধরে আজ বলেছেন, এ ঘটনা আমাদের সকলের জন্যই কলঙ্কজনক। আরজি করের ঘটনায় অপরাধীদের আড়াল করার চেষ্টা করা হয়েছে। নাগপুরে নবরাত্রির এক অনুষ্ঠানে তিনি বলেন, এমন ঘটনা ঘটতে দেওয়া উচিত নয়। মূল্যবোধের অবক্ষয়ের কারণেই দেশে ধর্ষণের কবলে পড়তে হচ্ছে মাতৃশক্তিকে।

তিনি বলেন, ”মনে রাখা দরকার, দ্রৌপদীর বস্ত্রহরণ হওয়ায় মহাভারত ঘটে গিয়েছিল।”

উল্লেখ্য, এর আগে আরজি করের ঘটনা ঘটার পর পরই তিনি বলেছিলেন, ”“ভারতীয় সংস্কৃতি চিরকাল মাতৃশক্তির বন্দনা করে এসেছে। যখন সীতাহরণ হয়েছে, তখন রামায়ণ হয়েছে। সাধারণ নাগরিকদের আরও সচেতন হওয়া প্রয়োজন।” এবার মহাভারতের প্রসঙ্গ টেনে আর জি কর নিয়ে কড়া বার্তা দিলেন তিনি।#

পার্সটুডে/জিএআর/১২