মার্কিন সেনাদের জীবন ঝুঁকির মুখে: আরাকচি
ইসরাইলে সেনা ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করবে মার্কিন যুক্তরাষ্ট্র
ইহুদিবাদী ইসরাইলে সেনা ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা থাড (THAAD) পাঠানোর ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলায় তেল আবিবের ব্যর্থতার পর ইসরাইলকে সুরক্ষা দিতে এই উদ্যোগ নিয়েছে পেন্টাগন।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের প্রেস সেক্রেটারি মেজর জেনারেল প্যাট রাইডার এক বিবৃতিতে বলেছেন, ইসরাইলকে সুরক্ষা দিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনকে একটি 'টার্মিনাল হাই-অল্টিটিউড এরিয়া ডিফেন্স' (THAAD) ব্যাটারি এবং এর ক্রুকে ইসরাইলে পাঠানোর অনুমতি দিয়েছেন।
পেন্টাগনের মুখপাত্র আরও জানান, গত কয়েক মাস ধরেই মার্কিন সেনাবাহিনী ইরান ও ইরান সমর্থিত সংগঠনের হামলা থেকে ইসরাইলকে সুরক্ষা দিতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে। সেনা ও প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েনের সাম্প্রতিক এই উদ্যোগকে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই বর্ণনা করেন তিনি।
আগামীকাল এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলে পাঠানো হবে বলে ইসরাইলি কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে।
এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আমেরিকার এই উদ্যোগের প্রতিক্রিয়ায় বলেছেন, 'ইসরাইলে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা পরিচালনার মার্কিন সেনাদের পাঠিয়ে যুক্তরাষ্ট্র তাদের জীবনকে ঝুঁকির মুখে ফেলছে।'
তিনি বলেন, 'আমরা এ অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়া ঠেকাতে অসামান্য উদ্যোগ নিয়েছি। তবে আমি স্পষ্ট করে বলছি, আমাদের স্বার্থ ও জনগণকে সুরক্ষিত রাখতে কোনো সীমারেখা টানবো না।'
সাম্প্রতিক সময়ে মার্কিন সেনারা ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীকে রণতরী ও যুদ্ধবিমানের মাধ্যমে সহায়তা দিয়েছে। তবে এসব কার্যক্রম ইসরাইলের বাইরে থেকে পরিচালিত হয়েছে। তবে সরাসরি ইসরাইলি ভূখণ্ডে সেনা মোতায়েনের ঘটনা গত এক বছরের সংঘাতের মধ্যে এটাই প্রথম।
থাড যুক্তরাষ্ট্রের আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। একটি থাড ব্যাটারি পরিচালনা করতে অন্তত ১০০ সেনা প্রয়োজন হয়। এতে ছয়টি মিসাইল লঞ্চারসহ ট্রাক রয়েছে। প্রতিটি লঞ্চাহের আটটি ইন্টারসেপ্টর ও একটি শক্তিশালী রাডারযুক্ত থাকে।
১ অক্টোবর অপারেশন ট্রু প্রমিজ-২ অভিযানে ইসরাইলে অন্তত ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এই হামলার জবাব দিতে ইসরাইলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে, ইরান কঠোর হুশিয়ারি দিয়ে বলেছে, দেশটির ওপর আর কোনো হামলা এলে কড়া জবাব দেবে তারা।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১৪