মানবতার শত্রুর বিরুদ্ধে যুদ্ধে লেবাননবাসী জয় হবে: বাকের কলিবফ
https://parstoday.ir/bn/news/event-i142672-মানবতার_শত্রুর_বিরুদ্ধে_যুদ্ধে_লেবাননবাসী_জয়_হবে_বাকের_কলিবফ
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ বলেছেন, তিনি বর্তমান কঠিন সময়ে লেবাননের নির্যাতিত কিন্তু শক্তিশালী জনগণের কথা বলতে জেনেভায় এসেছেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
অক্টোবর ১৫, ২০২৪ ১৪:১৬ Asia/Dhaka
  • মোহাম্মাদ বাকের কলিবফ
    মোহাম্মাদ বাকের কলিবফ

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ বলেছেন, তিনি বর্তমান কঠিন সময়ে লেবাননের নির্যাতিত কিন্তু শক্তিশালী জনগণের কথা বলতে জেনেভায় এসেছেন।

গতকাল (সোমবার) সুইজারল্যান্ডের জেনেভায় আন্তঃসংসদীয় ইউনিয়ন বা আইপিইউ’র ১৪৯তম সম্মেলনে দেয়া ভাষণে তিনি একথা জানান। কলিবফ বলেন, লেবাননের জনগণের ওপর আমেরিকায় নির্মিত যুদ্ধবিমান দিয়ে প্রতিনিয়ত বোমা নিক্ষেপ করা হচ্ছে; কিন্তু তা সত্ত্বেও এই লেবাননবাসী মানবতার বৃহত্তম শত্রু  ইসরাইলকে পরাজিত করতে দ্বিধা করবে না।

ইসরাইলি বাহিনীর হামলায় লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর শাহাদাতের কথা উল্লেখ করে ইরানের পার্লামেন্ট স্পিকার বলেন, দখলদার শক্তি ভেবেছিল নাসরুল্লাহকে হত্যা করে তারা হিজবুল্লাহকে ধ্বংস করে দিয়েছে।

কলিবফ বলেন, কিন্তু হিজবুল্লাহর সাম্প্রতিক কিছু সফল অভিযান প্রমাণ করেছে, হিজবুল্লাহ পূর্ণ শক্তি নিয়ে বেঁচে রয়েছে এবং তাদের প্রতি লেবাননের জনগণের সমর্থন রয়েছে। তিনি বলেন, আন্তর্জাতিক সমাজের চোখের সামনে ইসরাইল অনবরত বেসামরিক নাগরিকদের হত্যা করে যাচ্ছে কিন্তু কেউ কিছু বলছে না।

ইরানের পার্লামেন্ট স্পিকার বলেন, ইসরাইলি পাশবিকতা বন্ধ করতে লেবাননে এখন যুদ্ধবিরতি প্রয়োজন এবং দেশটির সরকার, জনগণ ও প্রতিরোধ ফ্রন্ট যে যুদ্ধবিরতি মেনে নেবে তাকে স্বাগত জানাবে তেহরান। #

পার্সটুডে/এমএমআই/এমএআর/১৫