জার্মানিকে ইরানি মুখপাত্রের জবাব
‘আগুন নিয়ে খেলার কোনো আগ্রহ ইরানের নেই’
ইসলামী প্রজাতন্ত্র ইরান মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ যে ‘কপট’ অভিযোগ করেছেন তা প্রত্যাখ্যান করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
গতকাল বুধবার জার্মান চ্যান্সেলর বলেছিলেন, ইরান সম্প্রতি ইসরাইলের ওপর যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার বিরুদ্ধে সম্ভাব্য শক্তিশালী ভাষায় নিন্দা জানাতে হবে এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তেহরান মূলত পুরো অঞ্চলে আগুন জ্বালিয়ে দিয়েছে।
ওলাফ শোলজের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে বলেছেন, “জনাব, আপনার অক্ষের মতো আগুন নিয়ে খেলার আগ্রহ ইরানের নেই। ইরান বরং আপনাদের দেয়া উপহার বারুদের আগুন যা আমাদের অঞ্চলে ছড়িয়ে পড়েছে তা নেভানোর চেষ্টা করছে।”
জার্মান চ্যান্সেলরের কপট মন্তব্যে উদ্বেগ প্রকাশ করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন, অবরুদ্ধ গাজা উপত্যকা এবং লেবাননে ইহুদিবাদী ইসরাইল যে মানবতা-বিরোধী অপরাধ এবং গণহত্যা চালাচ্ছে তাদের সাথে যারা সহযোগিতার মাধ্যমে এই অন্যায়কে ন্যায্যতা দেয়ার চেষ্টা করছেন তাদের এ ধরনের নীতিবাক্য প্রচার করার কোনো ভিত্তি নেই।
সিরিয়ায় ইরানি কনসুলেট ভবন এবং তেহরানের মাটিতে হামাস নেতা ইসমাইল হানিয়াকে শহীদ করার প্রতিশোধ হিসেবে ইরান এ পর্যন্ত ইসরাইলের ওপর দুইবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তাতে ইসরাইলের কোনো বেসামরিক লোকজন মারা যায়নি। অথচ ইসরাইলি আগ্রাসনে হাজার হাজার নিরপরাধ নারী-শিশু মারা গেলেও তা নিয়ে কোনো অভিযোগ নেই জার্মানিসহ বেশিরভাগ পশ্চিমা দেশের।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/ ১৭