‘ইসরাইলকে থামাতে না পারলে তারা ইরাক ও সৌদি আরবে হামলা করবে’
(last modified Fri, 18 Oct 2024 08:33:46 GMT )
অক্টোবর ১৮, ২০২৪ ১৪:৩৩ Asia/Dhaka
  • ‘ইসরাইলকে থামাতে না পারলে তারা ইরাক ও সৌদি আরবে হামলা করবে’

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সাবেক প্রধান মোহসেন রেজায়ি বলেছেন, যদি ইহুদিবাদী ইসরাইলকে থামানো না যায় তাহলে তারা পরবর্তী ধাপে ইরাক এবং সৌদি আরবে হামলা চালাবে। 

গতকাল (বৃহস্পতিবার) ইরানের ফার্স প্রদেশে এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় আইআরজিসি’র সাবেক কমান্ডার এবং বর্তমানে বিশেষজ্ঞ পরিষদের সদস্য মোহসেন রেযায়ি একথা বলেন। শত্রুরা ইরানের মধ্যে বিভেদের বীজ বপনের চেষ্টা করছে বলেও তিনি মন্তব্য করেন।

সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী তেহরানে জুমা নামাজের খতিব হিসেবে যে খুতবা দিয়েছেন সে কথা উল্লেখ করে মোহসেন রেজায়ি বলেন, সর্বোচ্চ নেতা অত্যন্ত বুদ্ধিমত্তা ও সাহসিকতার সাথে জুমা নামায সম্পাদন করেছিলেন যা ইরানের শপথকারী শত্রুদের বিদ্বেষপূর্ণ ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়েছিল।

ইসলামী প্রজাতন্ত্র ইরান ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে সম্প্রতি যে দুই দফা প্রতিশোধমূলক অভিযান চালিয়েছে তার কথা উল্লেখ করে আইআরজিসির সাবেক প্রধান বলেন, এর মধ্যদিয়ে ইরান তার সামরিক সক্ষমতা বিশ্ববাসীকে দেখিয়েছে তবে তেহরান যুদ্ধ চায়নি।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ১৮

ট্যাগ