ইরানে হামলার ইসরাইলি হুমকি; ওয়াশিংটনকে সতর্ক করল তেহরান
(last modified Sat, 19 Oct 2024 03:37:19 GMT )
অক্টোবর ১৯, ২০২৪ ০৯:৩৭ Asia/Dhaka
  • আরাকচি
    আরাকচি

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার সাম্প্রতিক বার্লিন সফরের শেষদিকে ইরানে হামলা চালানোর ইসরাইলি হুমকির ব্যাপারে যে বক্তব্য দিয়েছেন তার পরিণতি সম্পর্কে ওয়াশিংটনকে সতর্ক করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি।

বাইডেন শুক্রবার জার্মানি সফর শেষে এক সংবাদ সম্মেলনে বলেন, ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার জবাব ইসরাইল কখন ও কীভাবে দেবে তা তার জানা আছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিজের অফিসিয়াল এক্স পেজে দেয়া এক সংক্ষিপ্ত পোস্টে বাইডেনের ওই বক্তব্যের জবাব দিয়েছেন। তিনি লিখেছেন, “ইরানে হামলার সময় ও ধরন সম্পর্কে যার জ্ঞান আছে কিংবা এমন মূর্খ কাজ করতে যে ইসরাইলকে সমরাস্ত্র বা পৃষ্ঠপোষকতা দেবে, যুক্তিসঙ্গতভাবে সম্ভাব্য যেকোনো ক্ষয়ক্ষতির দায় তাকে নিতে হবে।”

ইহুদিবাদী ইসরাইলের হাতে ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন, তেল আবিবের হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ, আইআরজিসি কমান্ডার সাইয়্যেদ আব্বাস নিলফোরুশনের শাহাদাত এবং লেবানন ও ফিলিস্তিনের নিরপরাধ নারী, পুরুষ ও শিশুদের রক্তপাতের ব্যাপারে বেশ কিছুদিন ধৈর্যধারণ করার পর ইরান অবশেষে গত মঙ্গলবার জাতিসংঘ ঘোষণা অনুযায়ী আত্মরক্ষার বৈধ অধিকার প্রয়োগ করে ইসরাইলের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে অন্তত ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

এসব হামলায় ইসরাইলি ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও তার সঠিক চিত্র প্রকাশ করেনি তেল আবিব। ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাব দেয়ার হুমকি দিয়েছেন। তেহরানও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আক্রান্ত হলে ইসরাইলে পরবর্তী আঘাত হবে ‘সিদ্ধান্তমূলক’। #

পার্সটুডে/এমএমআই/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ