প্রসন্ন রায় ও তার স্ত্রীর ১৬৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি
https://parstoday.ir/bn/news/event-i143052-প্রসন্ন_রায়_ও_তার_স্ত্রীর_১৬৩_কোটি_টাকার_সম্পত্তি_বাজেয়াপ্ত_করল_ইডি
ভারতের পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় ‘মিডলম্যান’ প্রসন্ন রায়ের ১৬৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা ইডি। এই মামলায় আর্থিক দুর্নীতির তদন্ত করছে তারা।এসএসসি দুর্নীতির মামলায় প্রসন্নকে গ্রেফতার করেছিল সিবিআই। বর্তমানে প্রসন্ন জেল হেফাজতে রয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ২৬, ২০২৪ ১৫:২২ Asia/Dhaka
  • প্রসন্ন রায় ও তার স্ত্রীর ১৬৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

ভারতের পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় ‘মিডলম্যান’ প্রসন্ন রায়ের ১৬৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা ইডি। এই মামলায় আর্থিক দুর্নীতির তদন্ত করছে তারা।এসএসসি দুর্নীতির মামলায় প্রসন্নকে গ্রেফতার করেছিল সিবিআই। বর্তমানে প্রসন্ন জেল হেফাজতে রয়েছেন।

আজ (শনিবার) কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, প্রসন্ন, তার স্ত্রী কাজল সোনি রায়ের নামে থাকা সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। তালিকায় রয়েছে একাধিক হোটেল, রিসর্টও। বাজেয়াপ্ত করা মোট সম্পত্তির মূল্য ১৬৩ কোটি ২০ লক্ষ টাকা।

প্রসন্ন রায় ছিলেন মূল মিডলম‌্যান বা এজেন্ট যিনি চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা তুলতেন। তার সঙ্গে যোগাযোগ ছিল নিয়োগ দুর্নীতির অন‌্য রাঘববোয়ালদের। প্রসন্ন ও তার স্ত্রী কাজল সোনি রায় ৯০টির উপর সংস্থা নিয়ন্ত্রণ করতেন। কয়েকটিতে নিয়ন্ত্রণ ছিল প্রসন্নর সঙ্গী রোহিতকুমার ঝাঁয়ের।

এই সংস্থাগুলির মাধ‌্যমেই নিয়োগ দুর্নীতির বিপুল টাকা পাচার হত। প্রসন্নর অফিস থেকে ৩৯০টি সম্পত্তির দলিল ও ‘ডিড’উদ্ধার হয়। দেখা গিয়েছে, গত ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে প্রসন্ন রায়, তার স্ত্রী, মা ও বাবার নামে এই সম্পত্তিগুলি কেনা হয়। সাধারণভাবে সরকার নির্ধারিত দরের থেকে অনেক কম দামে এই সম্পত্তিগুলি কেনা হয়। টাকা পাচারের জন‌্য প্রসন্ন, তার স্ত্রী ও সংস্থার নামে ২০০টি ব‌্যাঙ্ক অ‌্যাকাউন্ট তৈরি করা হয়। ওই অ‌্যাকাউন্টগুলিতে নিয়োগ দুর্নীতির কয়েক কোটি টাকা জমা হয় বলে অভিযোগ ইডির।#

পার্সটুডে/জিএআর/২৬