ইরানের পরমাণু স্থাপনাগুলো অক্ষত থাকার খবর দিলেন গ্রোসি
ইহুদিবাদী ইসরাইলের নিন্দা জানাতে ব্যর্থ হলেন আইএইএ মহাসচিব
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র মহাসচিব রাফায়েল গ্রোসি একথা নিশ্চিত করেছেন যে, শনিবার ভোররাতে ইহুদিবাদী ইসরাইল ইরানে যে আগ্রাসী হামলা চালিয়েছে তাতে দেশটির পারমাণবিক স্থাপনাগুলোর কোনো ক্ষতি হয়নি।
তিনি আজ (রোববার) নিজের অফিসিয়াল এক্স পেজে দেয়া এক পোস্টে বলেছেন, “ইরানের পরমাণু স্থাপনাগুলোতে আঘাত হানা হয়নি। আইএইএ’র পরিদর্শকরা নিরাপদে আছেন এবং তারা নির্বিঘ্নে তাদের গুরুত্বপূর্ণ কাজ চালিয়ে যাচ্ছেন।”
গ্রোসির এক্স বার্তায় আরো বলা হয়, “পারমাণবিক পদার্থের পাশাপাশি অন্যান্য তেজস্ক্রিয় পদার্থের নিরাপত্তা ও সুরক্ষাকে বিপন্ন করতে পারে এমন কর্মকাণ্ড থেকে আমি বিচক্ষণতার সঙ্গে সংযম প্রদর্শন করার আহ্বান জানাই।” কিন্তু আইএইএ’র মহাসচিব ইরানের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসী হামলার নিন্দা জানাতে ব্যর্থ হন।
মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বের নিয়ন্ত্রণে থাকা আইএইএ’র মহাসচিব সব সময় ইহুদিবাদী ইসরাইলি অপরাধযজ্ঞের প্রসঙ্গ আসলে মুখে কুলুপ এটে থাকেন। অথচ এই ইসরাইলের কাছে পরমাণু অস্ত্রের ভাণ্ডার থাকা সত্ত্বেও তাকে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটিতে স্বাক্ষর করানো যায়নি। ইসরাইল যখন গাজা উপত্যকা ও লেবাননসহ পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে আগ্রাসন চালাচ্ছে তখন তাদের প্রায় ৪০০টি পরমাণু অস্ত্র গোটা বিশ্বের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দেখা দিয়েছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।#
পার্সটুডে/এমএমআই/এমএআর/২৭