পশ্চিমবঙ্গে বেআইনি অনুপ্রবেশ বন্ধ করা হবে: অমিত শাহ
(last modified Sun, 27 Oct 2024 09:50:38 GMT )
অক্টোবর ২৭, ২০২৪ ১৫:৫০ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গে বেআইনি অনুপ্রবেশ বন্ধ করা হবে: অমিত শাহ

ভারতের পশ্চিমবঙ্গে পরিবর্তনের ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার রাতে কলকাতায় এসেছেন তিনি।

আজ(রবিবার) বনগাঁয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-র একটি অনুষ্ঠানে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় পরিবর্তনের ডাক দিলেন তিনি। বললেন, বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের সমস্যা আর থাকবে না। বাংলাদেশ সীমান্ত দিয়ে বেআইনি অনুপ্রবেশ বন্ধ করে দেবে বিজেপি সরকার। একই সঙ্গে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও টার্গেট করে কথা বলেন।

পেট্রাপোল সীমান্তে যাত্রী টার্মিনাল ভবন এবং মৈত্রী দ্বার উদ্বোধন করার সময় তিনি বলেন, ‘‘গত ১০ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ জুড়ে অনেক কাজ করেছেন। বাংলার মানুষের কিছু দাবি আছে। কিন্তু চিন্তা নেই, ২০২৬ সালের নির্বাচনের পর সেই দাবি মিটিয়ে দেবে বিজেপি সরকার।

অমিত শাহ বলেন, বাংলাদেশ সীমান্ত থেকে পাঁচ-ছ’হাজার মানুষ প্রতি দিন কল্যাণী এমসে চিকিৎসার জন্য আসেন। ২০২৬ সালে আপনারা পরিবর্তন এনে দিন রাজ্যে। বেআইনি অনুপ্রবেশ বন্ধ করে দেব। উন্নয়নই মোদী সরকারের একমাত্র লক্ষ্য।’’

এদিকে, কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ, বাংলার প্রাপ্য টাকা দেয় না কেন্দ্র। শাহ বলেন, ‘‘গত ১০ বছরে বাংলাকে কী দিয়েছেন মমতা? মোদী সরকার বাংলাকে গত ১০ বছরে দিয়েছে ৭.৭৪ লক্ষ কোটি টাকা। কিন্তু মোদীর দেওয়া টাকা বাংলায় এসে দুর্নীতির বলি হয়ে যায় বলে তিনি অভিযোগ করেন।

আগামী ১৩ নভেম্বর পশ্চিমবঙ্গের ছ’টি কেন্দ্রে বিধানসভার উপনির্বাচন রয়েছে। তার আগে শাহের বার্তা দলকে বাড়তি মনোবল জোগাবে বলে মনে করছেন কেউ কেউ।#

পার্সটুডে/জিএআর/২৭