ইসরাইলি আগ্রাসী হামলার নিন্দা জানাতে জাতিসংঘকে আহ্বান জানাল ইরান
https://parstoday.ir/bn/news/event-i143102-ইসরাইলি_আগ্রাসী_হামলার_নিন্দা_জানাতে_জাতিসংঘকে_আহ্বান_জানাল_ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি তার দেশের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসী হামলার নিন্দা জানাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ২৮, ২০২৪ ০৯:৫৫ Asia/Dhaka
  • ইসরাইলি আগ্রাসী হামলার নিন্দা জানাতে জাতিসংঘকে আহ্বান জানাল ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি তার দেশের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসী হামলার নিন্দা জানাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি গতকাল (রোববার) জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদের বর্তমান প্রেসিডেন্ট ক্রিস্টিন বায়েরিসউয়িলের কাছে পাঠানো আলাদা আলাদা চিঠিতে এ আহ্বান জানান। ইহুদিবাদী ইসরাইল ইরানের বেশ কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালানোর একদিন পর তিনি এ চিঠি দিলেন। শনিবার ভোররাতের ইসরাইলি হামলায় ইরানের চার সেনা সদস্য এবং একজন বেসামরিক নাগরিক নিহত হন।

চিঠিতে আরাকচি বলেন, “ইসলামি প্রজাতন্ত্র ইরান ইসরাইলের এই সুস্পষ্ট আগ্রাসন ও বেআইনি কর্মকাণ্ডের নিন্দা জানাতে এবং এই অপরাধী সরকারকে জবাবদিহীতার আওতায় আনতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক তলব করার জন্য পরিষদের প্রেসিডেন্টকে অনুরোধ জানিয়েছে।”

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরাইল সরকারের এই বেআইনি ও আগ্রাসী তৎপরতা ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা মারাত্মকভাবে লঙ্ঘন করেছে। এছাড়া, এ হামলা ছিল আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ ঘোষণার সুস্পষ্ট লঙ্ঘন।

আরাকচি বলেন, জাতিসংঘকে বিশ্ববাসীর সামনে একথা প্রমাণ করতে হবে যে, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ ঘোষণা লঙ্ঘনকারীরা ‘বিনা জবাবে পার পায় না।’ তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী ইসরাইলি আগ্রাসনের উপযুক্ত জবাব দেয়ার অধিকার তেহরান সংরক্ষণ করে।

উল্লেখ্য, গত মার্চ মাসে ইসরাইল সিরিয়ায় অবস্থিত ইরানের একটি কনস্যুলেট ভবনে হামলা চালানোর পরও জাতিসংঘকে ওই হামলার নিন্দা জানানোর আহ্বান জানিয়েছিল ইরান। কিন্তু জাতিসংঘ তা জানাতে ব্যর্থ হওয়ার পর এপ্রিল মাসে ইসরাইলের বিরুদ্ধে প্রথম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান। ইরান তখন বলেছিল, জাতিসংঘ ইসরাইলি আগ্রাসনের নিন্দা জানালে তেহরানের জবাব দেয়ার প্রয়োজন হতো না।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ২৮