বাংলাদেশে হজ প্যাকেজ ঘোষণা: খরচ কমল এক লাখ ৯ হাজার টাকা
https://parstoday.ir/bn/news/event-i143204-বাংলাদেশে_হজ_প্যাকেজ_ঘোষণা_খরচ_কমল_এক_লাখ_৯_হাজার_টাকা
বাংলাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার খরচ কমিয়ে ২০২৫ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। আজ (বুধবার) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি এ হজ প্যাকেজ ঘোষণা করেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
অক্টোবর ৩০, ২০২৪ ১৮:০১ Asia/Dhaka
  • হজ প্যাকেজ ঘোষণা করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন
    হজ প্যাকেজ ঘোষণা করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

বাংলাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার খরচ কমিয়ে ২০২৫ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। আজ (বুধবার) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি এ হজ প্যাকেজ ঘোষণা করেন।

উপদেষ্টার ঘোষণা অনুযায়ী, আগামী বছর সরকারি ব্যবস্থাপনার সাধারণ হজ প্যাকেজ-১-এ খরচ পড়বে চার লাখ ৭৮ হাজার ২৪২ টাকা। আর সাধারণ হজ প্যাকেজ-২-এ খরচ পড়বে পাঁচ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। এছাড়া বেসরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ নির্ধারিত হয়েছে চার লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা। এছাড়াও সাধারণ হজ প্যাকেজ গ্রহণ করে এজেন্সি একটি অতিরিক্ত বিশেষ প্যাকেজ ঘোষণা করতে পারবে।  

উপদেষ্টার জানান, সরকারি প্যাকেজ-১-এ হজের খরচ কমেছে এক লাখ নয় হাজার ১৪৫ টাকা। আর সরকারি প্যাকেজ-২-এ কমেছে ১১ হাজার ৭০৭ টাকা।  

মক্কায় হারাম শরিফের বহিঃচত্ত্বর থেকে আবাসনের দূরত্ব বাড়ানোর ফলে খরচ কমে গেছে জানিয়ে উপদেষ্টা জানান, আগে ছিল ২ কিলোমিটার। এখন ৩ কিলোমিটারের মধ্যে আবাসন করা হয়েছে।

ধর্ম উপদেষ্টা বলেন, সরকারি দুটি প্যাকেজেই প্রত্যেক হজযাত্রীকে খাবার বাবদ কমপক্ষে ৪০ হাজার টাকার সমপরিমাণ সৌদি রিয়াল এবং কুরবানি বাবদ ৭৫০ সৌদি রিয়াল আবশ্যিকভাবে সঙ্গে নিতে হবে। দুটি প্যাকেজে অ্যাটাচড বাথসহ মক্কা ও মদিনায় বাড়ি বা হোটেলের প্রতি রুমে সর্বোচ্চ ৬ জনের আবাসন ব্যবস্থা থাকবে। বাড়ি/হোটেল কক্ষে/ফ্লোরে রেফ্রিজারেটরের ব্যবস্থা থাকবে। দুই প্যাকেজে মক্কা, মদিনা ও জেদ্দায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিনামূল্যে ওষুধ ও প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হবে। ৪৬ জন হজযাত্রীর জন্য একজন হজ গাইডের ব্যবস্থা করা হবে।

তিনি জানান, দুই প্যাকেজের হজযাত্রীদের মক্কার হোটেল/বাড়ি হতে বাসযোগে মিনার তাঁবুতে এবং মিনা-আরাফাহ-মুযদালিফা-মিনায় ট্রেনযোগে যাতায়াত করতে হবে।

উপদেষ্টা বলেন, অতিরিক্ত অর্থ দিয়ে মক্কা ও মদিনায় বাড়ি/হোটেলে ২, ৩ ও ৪ সিটের রুম এবং শর্ট প্যাকেজের সুবিধা গ্রহণ করা যাবে।#

পার্সটুডে/এমএআর/৩০