লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৪০, আহত ৫৩
https://parstoday.ir/bn/news/event-i143520-লেবাননে_ইসরাইলি_বিমান_হামলায়_নিহত_৪০_আহত_৫৩
লেবাননে পূর্বাঞ্চলীয় বালবেক শহরসহ বেকা উপত্যকায় ইসরাইলি বাহিনীর বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত ও ৫৩ জন আহত হয়েছেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
নভেম্বর ০৭, ২০২৪ ১৫:৫৪ Asia/Dhaka
  • লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৪০, আহত ৫৩

লেবাননে পূর্বাঞ্চলীয় বালবেক শহরসহ বেকা উপত্যকায় ইসরাইলি বাহিনীর বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত ও ৫৩ জন আহত হয়েছেন।

গতকাল (বুধবার) সন্ধ্যায় এসব হামলা চালানো হয় বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। পরে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতেও বিমান হামলা চালিয়েছে দখলদার বাহিনী। এছাড়া, আজ (বৃহস্পতিবার) দিনের শুরুতে রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন একটি এলাকাসহ বৈরুতের দক্ষিণ শহরতলিতে অন্তত চারবার বিমান হামলা চালানো হয়েছে।  

এই হামলাগুলোর আগে বুধবার ইসরাইলি দখলদার বাহিনী বেকা উপতকার কয়েকটি এলাকার বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়ার অবৈধ নির্দেশ জারি করেছিল। 

গত এক বছরে লেবাননে ইসরাইলি হামলায় তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এদের বেশিরভাগ নিহত হয়েছেন গত ছয় সপ্তাহে।

ইসরাইলি হামলার প্রতিক্রিয়ায় হিজবুল্লাহও প্রতিদিন তেল আবিবসহ ইসরাইলের বিভিন্ন সামরিক স্থাপনার হামলা চালিয়ে আসছে। গতকাল (বুধবার) হিজবুল্লাহ জানায়, তারা ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইসরাইলি গণমাধ্যম ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছে।#
 

পার্সটুডে/এমএআর/৭