গাজা এবং লেবানন সমস্যার কূটনৈতিক সমাধান চায় ফ্রান্স ও আমেরিকা
(last modified Fri, 08 Nov 2024 09:55:35 GMT )
নভেম্বর ০৮, ২০২৪ ১৫:৫৫ Asia/Dhaka
  • জন নোয়েল বারোত ও অ্যান্থনি ব্লিঙ্কেন
    জন নোয়েল বারোত ও অ্যান্থনি ব্লিঙ্কেন

আমেরিকা ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী গাজা উপত্যকা এবং লেবাননে সংঘাত অবসানের জন্য কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন। অ্যান্থনি ব্লিঙ্কেন এবং জন নোয়েল বারোত টেলিফোনে ইসরাইলিদের বর্বর অপরাধের কথা উল্লেখ না করে ওই সমাধানের কথা বলেন।

আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিউজ ওয়েবসাইট জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার একটি বিবৃতি দিয়েছেন। ওই বিবৃতিতে তিনি বলেছেন: ব্লিঙ্কেন এবং বারোত টেলিফোন সংলাপে লেবাননে সংঘর্ষের অবসান ঘটাতে কূটনৈতিক সমাধানে পৌঁছানোর ওপর গুরুত্ব দিয়েছেন। তাদের ওই ফোনালাপ উভয় পক্ষের বেসামরিক নাগরিকদের প্রভাবিত করেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে: ব্লিঙ্কেন এবং বারোত ওই ফোনালাপে গাজা সংঘাতের অবসানের ওপরও গুরুত্বারোপ করেছেন। সমস্ত বন্দীদের ফিরিয়ে আনা এবং গাজা উপত্যকায় মানবিক সহায়তা বৃদ্ধি করাসহ ত্রাণ-সাহায্য অব্যাহত রাখতে ওয়াশিংটন ও প্যারিসের যৌথ সহযোগিতার ব্যাপারেও আলোচনা করেছেন দুই নেতা। একইসঙ্গে তারা ইউক্রেনে সাহায্য পৌঁছানোর পাশাপাশি  তাদের স্বাধীনতা রক্ষা এবং বিজয় অর্জনের জন্য তাদের প্রচেষ্টার প্রতিও সমর্থন জানিয়েছেন।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী এর আগেও এক বিবৃতিতে বলেছিলেন লেবাননে ইহুদিবাদী ইসরাইলের যে কোনো স্থল অভিযানের বিরুদ্ধে প্যারিস। তিনি অবিলম্বে লেবাননের বিরুদ্ধে তেল আবিবের হামলা বন্ধ করারও আহ্বান জানান।#

পার্সটুডে/এনএম/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।