ইসরাইলি পার্লামেন্টে পাস হওয়া আইনের তীব্র নিন্দা জানাল হামাস
(last modified Fri, 08 Nov 2024 11:05:07 GMT )
নভেম্বর ০৮, ২০২৪ ১৭:০৫ Asia/Dhaka
  • বেনইয়ামিন নেতানিয়াহু ও ইতামার বেন গাভির
    বেনইয়ামিন নেতানিয়াহু ও ইতামার বেন গাভির

ফিলিস্তিন যোদ্ধাদের পরিবারের সদস্যদেরকে অধিকৃত ভূখণ্ড (ইসরাইল) থেকে গাজা উপত্যকাসহ অন্যান্য স্থানে বহিষ্কারের যে আইন ইসরাইলি পার্লামেন্টে পাস হয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে হামাস’সহ অন্যান্য প্রতিরোধ সংগঠন।

হামাস এক বিবৃতিতে বলেছে, ইসরাইলি পার্লামেন্টের এই আইন প্রমাণ করেছে, ফিলিস্তিনিরা যেখানেই অবস্থান করুক না কেন তাদের কেউ তেল আবিবের শত্রুতামূলক ও বর্ণবিদ্বেষী আচরণ থেকে মুক্ত নয়।

ইসরাইলি পার্লামেন্ট নেসেটে বৃহস্পতিবার এক বিতর্কিত আইন পাস হয়েছে যাতে ইসরাইলি সেনা ও ইহুদিবাদী অভিবাসীদের বিরুদ্ধে হামলায় জড়িত ফিলিস্তিনিদের পরিবারবর্গকে ইসরাইল থেকে বহিষ্কার করার কথা বলা হয়েছে।

হামাসের বিবৃতিতে বলা হয়েছে, ইহুদিবাদীরা প্রমাণ করেছে তারা ফিলিস্তিনি জনগণকে যেকোনো উপায়ে দমন করতে চায়, সে ফিলিস্তিনিরা যেখানেই অবস্থান করুক না কেন। 

এতে আরো বলা হয়, ওই আইনের মাধ্যমে মৌলিক মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণশাস্তি দেয়ার বিধান চালু হয়েছে যা আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ লঙ্ঘন। নেসেটে পাস হওয়া আইনটির নিন্দা জানাতে আন্তর্জাতিক সমাজ বিশেষ করে মানবাধিকার সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছে হামাস।

ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনও এই আইনটিকে বিপজ্জনক বর্ণনা করে বলেছে, এর মাধ্যমে সমষ্টিগত শাস্তি নিষিদ্ধ করা সংক্রান্ত সমস্ত আন্তর্জাতিক কনভেনশন ও আইন সুস্পষ্টভাবে লঙ্ঘন করা হয়েছে। আইনটি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে জাতিগত নির্মূল অভিযানের অংশ হিসেবে প্রণয়ন করা হয়েছে বলে ইসলামি জিহাদ জানিয়েছে।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/৮